ক্রিকেট
এপ্রিলে পাকিস্তানে আইসিসির আরও এক টুর্নামেন্ট ॥ খেলবে বাংলাদেশও!
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দুবাইয়ে হলেও কাগজে-কলমে এবারের টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান।
Printed Edition
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দুবাইয়ে হলেও কাগজে-কলমে এবারের টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান। ২৯ বছর পর নিজেদের মাটিতে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার আরও এক প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পিসিবিকে দিতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক প্রতিবেদনে এমনটাই বলছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার মাস খানেকের মধ্যেই আরও একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারে পাকিস্তান। ২০২৫ সালের শেষ দিকে তথা অক্টোবরে ভারতে হবে নারীদের একদিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার কোয়ালিফায়ার রাউন্ড আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে পাকিস্তান।আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে পারে বাছাইপর্বের খেলা। প্রতিযোগিতাটির ভেন্যু নিয়ে আইসিসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে গণমাধ্যমে গুঞ্জন, আয়োজকের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে পাকিস্তানই এগিয়ে রয়েছে।
নারীদের একদিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অংশগ্রহণ করবে ৬টি দেশ। পাকিস্তান ছাড়াও থাকবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। দু’টি দল মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রতিযোগিতার ম্যাচগুলো হতে পারে লাহোরে। চূড়ান্ত সূচির সঙ্গেই জানা যাবে কোথায় হবে ম্যাচগুলো। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ৮টি দল। যেখানে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।