টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অংশগ্রহণকারী দেশগুলো একে একে তাদের প্রাথমিক দল ঘোষণা করছে। তবে বাংলাদেশ এবারও নিজেদের ‘পরিচিত’ পথেই হাঁটল—আইসিসিকে তালিকা জমা দিলেও আনুষ্ঠানিকভাবে এখনো সংবাদমাধ্যমে দল প্রকাশ করেনি।
এর মধ্যে প্রাথমিক স্কোয়াডটি ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, এই দলে জায়গা হয়নি জাকের আলী অনিকের। এমনকি নাজমুল হোসেন শান্তও নেই তালিকায়। শেষ ছয় মাসে যারা নিয়মিত খেলেছেন, মূলত তাদের নিয়েই দল সাজানো হওয়ায় শান্তর না থাকা খুব একটা বিস্ময়ের নয়।
চলমান বিপিএল এখনো নির্বাচকদের চূড়ান্ত বিবেচনায় আসেনি। তবে টুর্নামেন্টে উজ্জ্বল পারফরম্যান্স করলে স্কোয়াডে ঢোকার সুযোগ খোলা রয়েছে। বিশেষ করে বিপিএলের প্রথম দিকের ম্যাচগুলোতে ভালো করলে নাজমুল হোসেন শান্ত ও রিপন মণ্ডলের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত মিলেছে। ভালো খেলছেন—এমন ক্রিকেটারদের দিকে নজর রাখছেন নির্বাচকেরা।
তাই এই প্রাথমিক স্কোয়াডই যে চূড়ান্ত হবে—এমনটা নয়। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ থাকছে। সে সময়ের মধ্যে পারফরম্যান্স ও পরিস্থিতি বিবেচনায় দল হালনাগাদ করা হতে পারে।
বিশ্বকাপের সম্ভাব্য প্রাথমিক দল:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন, তানজিদ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।