চলতি এশিয়া কাপে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আবার টুর্নামেন্টে সবচেয়ে বেশি ক্যাচও ছেড়েছে সূর্যকুমার যাদবের দল। গত বুধবার বাংলাদেশের বিপক্ষে ৫টি ক্যাচ মিস করে হংকংয়ের মতো আইসিসির সহযোগী দেশকেও পেছেন ফেলেছে ভারত। চলতি টুর্নামেন্টে এ তালিকায় এখন সবার উপরে ফাইনালিস্টরাই।
ভারতের বিপক্ষে রান তাড়ায় সর্বোচ্চ ৬৯ রান করেন সাইফ হাসান। সেই সাইফ একাই জীবন পান চারবার। টি-টোয়েন্টিতে একজন ব্যাটারের বিপক্ষে এটিই ভারতের সবচেয়ে বেশি ক্যাচ ছাড়ার ঘটনা। আগের ম্যাচে পাকিস্তানের হয়ে ফিফটি করা সাহিবজাদা ফারহানকে দু’বার জীবন দেয় গৌতম গম্ভীরের ছেলেরা। সে ম্যাচে স্পিনার বরুণ চক্রবর্তীর ওভারেই চারটি ক্যাচ হাতছাড়া করেন ভারতীয় ফিল্ডাররা। এশিয়া কাপের চলতি আসরে এ নিয়ে সাকুল্যে ১২টি ক্যাচ ছেড়েছে ভারত। দুইয়ে থাকা হংকংয়ের ক্যাচ মিসের সংখ্যা ১১। ৮টি ক্যাচ ছেড়ে তালিকার তিনে বাংলাদেশ। আর ৬টি ক্যাচ মিসে চারে শ্রীলঙ্কা। এদিক থেকে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। ফিল্ডিংয়ে হাস্যকর ভুলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে রসিকতা হয় অনেক। তবে চলমান টুর্নামেন্টে দারুণ করছেন গ্রিন ক্যাপ ফিল্ডাররা। তারা ক্যাচ হাতছাড়া করেন স্রেফ ৩ বার। ২টি ক্যাচ ছেড়ে তাদের উপরে শুধু সংযুক্ত আরব আমিরাত। আবার ৮৬.৩ শতাংশ ক্যাচ সফলভাবে লুফেছে পাকিস্তান। শতাংশের হিসেবে এটিই সর্বোচ্চ। বাংলাদেশ নিতে পেরেছে ৭৪.১ শতাংশ ক্যাচ। আর ভারত ৬৭.১ শতাংশ। এবারের এশিয়া কাপে ক্যাচ এত ক্যাচ মিস নিয়ে আলোচনা হচ্ছে আগে থেকেই। এর পেছনের কারণ হিসেবে উঠে এসেছে আরব আমিরাতের স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইট ব্যবস্থা। ফুটবল স্টেডিয়ামগুলোতে ‘রিং অব ফায়ার’ ডিজাইনের ফ্লাডলাইটের প্রচলন আরও আগে থেকে দেখা গেলেও, ক্রিকেটে এটি অপেক্ষাকৃত নতুন।