আরব আমিরাতের বিপক্ষে এগিয়ে থেকেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কারও ভাবনায় ছিলনা বাংলাদেশ দল সিরিজ হারবে। শেষ পর্যন্ত সিরিজটিতে ২-১ ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। ফলে বাংলাদেশ দলকে এ নিয়ে সমালোচনাও শুনতে হচ্ছে। সোমবার বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু এ প্রসঙ্গে বলেছেন, ‘মাঠে গিয়ে খেলে ক্রিকেটাররা, কোচ আপনাকে শুধু শেখাতে পারবে। আসলে কাউকে দোষারোপ করার কিছু নেই। হেড কোচ, সালাউদ্দিন কিংবা আরও যারা আছে....এটা নতুন একটা ইউনিট। একটু সময় দিলে বোঝা যাবে তারা কেমন পারফর্ম করছে।’ ‘আরব আমিরাতের কাছে হারায় আমাদের খারাপ লেগেছে কিন্তু এটা অবশ্যই খেলার অংশ। এটা মানতে হবে আমাদের। তবে আমি বিশ্বাস করি এই তরুণ ছেলেদের দুর্দান্ত প্রতিভা রয়েছে। আমাদের ধারাবাহিকতা বাড়াতে হবে এবং প্রায়োগিক দিকে উন্নতি করতে হবে।’-যোগ করেন তিনি। বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে মিঠু বলেছেন, ‘দল ভালো আছে,তারা অনুশীলনে আছে। তারা ভালো আছে, সিচুয়েশন নরমাল। তারা খেলার জন্য মুখিয়ে আছে। পাকিস্তান সবসময় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেয় (খেলোয়াড়দের)। সেটা তারা সবসময়ই দেয়। এই নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কেউ বা আমাদের যে দল গেছে তারা কোনো অভিযোগ দেয়নি।’
ক্রিকেট
আমিরাতের কাছে সিরিজ হার নিয়ে যা বলছে বিসিবি
আরব আমিরাতের বিপক্ষে এগিয়ে থেকেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কারও ভাবনায় ছিলনা বাংলাদেশ দল সিরিজ হারবে। শেষ পর্যন্ত সিরিজটিতে ২-১ ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। ফলে বাংলাদেশ দলকে এ নিয়ে সমালোচনাও শুনতে হচ্ছে।