আদাবর থানা যুব বিভাগের উদ্যোগে গতকাল রোববার ১৬টি দল নিয়ে “টি-১০ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন ঢাকা-১৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদাবর থানা আমীর আল আমীন সবুজ এবং পরিচালনা করেন যুব বিভাগ পরিচালক মোঃ আবীর হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান, সদস্য সচিব আব্দুল আউয়াল আযম এবং টিম সদস্য এডভোকেট আজহার মুন্সি। প্রেসবিজ্ঞপ্তি।