চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে এনসিএলে আর খেলা হচ্ছে না তার। গত ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়িয়েছিল এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। যদিও প্রথম দিন শেষেই টুর্নামেন্টটির আর কোনো খেলা হয়নি। বিরূপ আবহাওয়ার কারণে স্থগিত করা হয় এনসিএল। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় আবারও ঘরোয়া লিগটি শুরু হয়েছে। এবারের এনসিএল টি-টোয়েন্টিতে ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে সিলেটের দুটি মাঠ। এক ম্যাচ খেলেই সেখান থেকে ঢাকায় ফেরেন মাহমুদউল্লাহ। তিনি এবার ঢাকা মেট্রোর হয়ে খেলছিলেন। ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগের বিপক্ষে নেমে করেছিলেন ২২ বলে ৪১ রান। এরপর আর খেলা হয়নি তার। মূলত হাঁটুর চোটে পড়ে আর খেলা হচ্ছে না মাহমুদউল্লাহর। যদিও খোঁজ নিয়ে জানা গিয়েছে বড় কোনো সমস্যা না। বর্তমানে পরিকল্পনা অনুযায়ী রিহ্যাভ (পুনর্বাসন) করে যাচ্ছেন তিনি। এরপর আগামী ৫ অক্টোবর আমেরিকায় যাবেন মাহমুদউল্লাহ, সেখানে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে (আটলান্টা টি২০) তার খেলার কথা রয়েছে। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র এমনটাই জানিয়েছে। এদিকে জাতীয় দলের নির্বাচক প্যানেলে এই মুহূর্তে রয়েছেন দুইজন, সে কারণে তিনি নির্বাচক হতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। একটা জায়গা ফাঁকা থাকার কারণে মাহমুদউল্লাহকে নিয়ে ওঠা এই আলোচনা কেবল গুঞ্জনই।