এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে আজ মঙ্গলবার। টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান। সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এক বিবৃতিতে নির্বাচিত আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে। এশিয়া কাপের এবারের আসরে মোট ১০ জন আম্পায়ার দায়িত্বে থাকবেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকেই তাদের বাছাই করা হয়েছে। বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন গাজী সোহেল ও মাসুদুর রহমান।
তালিকায় আরও রয়েছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা এবং শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা। তালিকাভুক্ত অনেক আম্পায়ারই ইতোমধ্যে আইসিসির আন্তর্জাতিক প্যানেলে আছেন। টুর্নামেন্টে নিরপেক্ষতা বজায় রাখতে দেশভিত্তিক রোটেশনের ভিত্তিতে দায়িত্ব দেয়া হবে। অর্থাৎ কোনো ম্যাচে সংশ্লিষ্ট দেশের আম্পায়ার দায়িত্ব পালন করবেন না।