বিসিবি সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করতে না চাইলেও এবার হয়তো আর নিজের পদ ধরে রাখতে পারছেন না ফারুক আহমেদ। তার কর্মকা-ের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বরাবর চিঠি দিয়েছেন বিসিবির ৮ পরিচালক। এর আগে ফারুকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর চিঠি লিখেছিলেন বোর্ড পরিচালকরা। চিঠিতে স্বাক্ষরকারী ৮ পরিচালক হচ্ছেন– নাজমুল আবেদীন ফাহিম, এসকে ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, মাহবুব উল আলম, কাজী ইনাম আহমেদ, মনজুর আলম ও সালাউদ্দিন চৌধুরী। ফারুক আহমেদের প্রতি আট পরিচালকের অভিযোগ, ‘দায়িত্বপ্রাপ্তির সঙ্গে সঙ্গে বোর্ডের কমিটিসমূহ পুনর্গঠনের কথা থাকলেও দীর্ঘ ৫ মাস পর তিনি কমিটি পুনর্গঠন করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বোর্ড সভাপতির স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের কারণে বেশিরভাগ পরিচালকই স্বাভাবিকভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিক ও স্বাধীনভাবে পরিচালনা করতে পারছেন না। পরিচালনা পর্ষদের সদস্যদের পাশ কাটিয়ে সভাপতির এককভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও একের পর এক দ্বায়িত্বজ্ঞানহীন কাজ, একক আধিপত্য ও স্বেচ্ছাচারিতায় বিসিবির অভ্যন্তরে যেমন অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তেমনি দেশে ও বাইরে সুনাম ক্ষুণœসহ বাংলাদেশ ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়ে চলেছে।’ এর আগে গতকাল বুধবার (২৮ মে) রাতে নিজ বাসভবনে ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানেই তাকে বার্তা দেওয়া হয়েছে বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চায় সরকার। ফারুক নিজেও জানিয়েছেন তার সাথে উপদেষ্টার আলোচনার কথা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিলেন তিনি। তবে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফোকে ফারুক জানান, বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না তিনি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বোর্ড নির্বাচক বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি। বলেছেন, তারা আমার সঙ্গে কাজ চালিয়ে যেতে চান না। কিন্তু আমি পদত্যাগ করবো না। কারণ আমি নির্বাচিত বোর্ড সভাপতি।’ গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সব জায়গায় সংস্কারের হাওয়া লাগে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে বিসিবি পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর ২১ আগস্ট বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের পর বোর্ড সভায় পরিচালকদের বোর্ড ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হন।