ইউরোপিয়ান জায়ান্ট পোর্তর বিপক্ষে দুর্দান্ত এক কামব্যাক জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। ম্যাচে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে ফিরে লিওনেল মেসির ফ্রি কিকের জাদুতে ২-১ গোলে জয় তুলে নেয় ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি।

পর্তুগালের অন্যতম সফল ক্লাব পোর্ত, যারা ইউরোপিয়ান ফুটবলে নিয়মিতই প্রতিভা রপ্তানি করে এবং চ্যাম্পিয়ন্স লিগের নিয়মিত সদস্য, সেই দলের বিপক্ষে জয় মোটেই সহজ ছিল না মায়ামির জন্য।

ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে পোর্তকে এগিয়ে দেন ২১ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড সামু আগিহোয়া। এই লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে পর্তুগিজ ক্লাবটি।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মেসি-সুয়ারেজ-বুসকেটসের মায়ামি। ৪৭ মিনিটে ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেস্কো সেগোভিয়ার গোলে সমতায় ফেরে দলটি। এরপর ৫৪ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি কিকে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

ম্যাচে আর গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই জয়ে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে শীর্ষে আছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস।