রিয়াদ থেকে কামরুজ্জামান হিরু : সাঁতারে সামিউল ইসলাম রাফি ব্যর্থ হলেও পদক নিশ্চিত করেছে টেবিল টেনিসের (টিটি) মিক্সড ডাবলসে জাবেদ আহমেদ ও খই খই সাই মারমা জুটি। সৌদি আরবের রিয়াদ শহরে চলমান ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশ মিক্সড দল কোয়ার্টার ফাইনালে মালদ্বীপ দলের বিরুদ্ধে সরাসরি ১৪-১২, ১১-৫ এবং ১১-৮ গেমে ৩-০ সেটে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করছে। সেই সাথে ভরোত্তোলনের পর দ্বিতীয় ডিসিপ্লিন হিসেবে টেবিল টেনিসে বাংলাদেশের পদকপ্রাপ্তি নিশ্চিত হয়েছে। আহমেদ এবং খই খই সাই মারমা। মালদ্বীপের পক্ষে খেলেন আইশাথ রাফা নাজিম এবং মুসা মুন্সেফ আহমেদ। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ১ নং টেবিলে বাংলাদেশ সেমিফাইনালে মুখোমুখি হবে বাইরাইন দলের বিরুদ্ধে। ডিএজেডএন অ্যাপস ডাউনলোডের মাধ্যমে সরাসরি বাংলাদেশর ম্যাচটি অনলাইনে দেখা যাবে। বাহরাইনের প্রতিপক্ষ মহিলা খেলোয়াড় কেন্ডা মোহাম্মদএর সঙ্গে বাংলাদেশের খই খই সাই মারমার খেলায় বাংলাদেশ ৪-২ ব্যবধানে জয়লাভ করেছিল। সুতরাং খই খই এর এন্টি রাবারের জাদু ঠিকভাবে কাজ করলে বাংলাদেশের কালকের সেমিফাইনাল ম্যাচ জয়লাভ করতে খুব একটি কষ্টকর হবে না। বাহরাইনের খেলোয়াড় অভিজ্ঞ খেলোয়াড় হলো রাশেদ। কেন্ডা বাহরাইন অনুর্ধ্ব ১৩ দলের চ্যাম্পিয়ান। বাহরানের সাথে জয়লাভ করতে পারলে বাংলাদেশ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী তুরস্ক অথবা আজারবাইজানের মধ্যে সেমিফাইলে বিজয়ী দলের সাথে খেলবে। সৌদি আরবে বাংলাদেশ টিমকে ভিডিও কল করে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ সনেট শুভেচ্ছা জানান। পাশাপাশি দলকে উৎসাহিত করতে মিক্সড ডবলস্ দলের খেলোয়াড় মোঃ জাভেদ আহমেদ এবং খই খই খাই সাই মারমাকে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের পক্ষ ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। কিন্তু তারা রৌপ্য জয়লাভ করতে পারলে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা এবং স্বর্ণপদক পেলে দুজনকেই নগদ ১ লাখ টাকা করে ২ লাখ টাকা পুরুস্কারের ঘোষণা দেন। উল্লেখ্য এর আগে গেমসের দ্বিতীয় দিনে শনিবার ভারত্তোলনে প্রথমবারের মতো বাংলাদেশকে তিনটি পদক এনে দিয়েছেন মারজিয়া আক্তার ইকরা। বাংলাদেশের এই ক্রীড়াবিদ অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ৫৩ কেজি ওজন শ্রেণির প্রতিযোগিতায় তিনি স্নাচ, ক্লিন এন্ড জার্ক ও দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।ফলে একাই দেশকে এনে দিলেন তিনটি পদক। ফলে বাংলাদেশ দল গেমসের ষষ্ঠ দিনে আরো একটি পদক পাওয়ায় মোট পদক সংখ্যা হলো ৪ টি।

সাঁতারে ব্যর্থ রাফি

এদিকে বুধবার রাতে সৌদি স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে দেশ সেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি সেমিফাইনালেই থেমে গেলেন। দেশ সেরা এই সাঁতারুকে নিয়ে পদক জয়ের স্বপ্ন দেখলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি রাফি। রিয়াদের অলিম্পিক কমপ্লেক্স সুইমিং হলে অনুষ্ঠিত সেমি ফাইনালে তিনি ১৬ জন প্রতিযোগীর মধ্যে ১১ তম হয়েছেন। পুল অতিক্রম করতে সময় নেন ২৭.২১। বাংলাদেশের এই সাঁতারু দীর্ঘদিন ধরে থাইল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিকের হাই পারফরমেন্স সেন্টারে প্রশিক্ষণ নিয়েছেন। সম্প্রতি জাতীয় প্রতিযোগিতাও জিতেছিলেন ছয়টি স্বর্ণপদক।তাই তাকে নিয়ে বাংলাদেশ সাঁতার ফেডারেশন স্বপ্ন দেখলেও বাস্তবে তিনি তার সেরা পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন।এর আগে মঙ্গলবার হিটে ২৪ জন প্রতিযোগির মধ্যে রাফি ২৭.১ সময় নিয়ে ১১ তম হয়েছেন। এদিকে ষষ্ঠ ইসলামী গেমসে অংশ নিতে বুধবার রিয়াদ এসেছে বাংলাদেশ উশু ও তায়কোয়ানডো দল।