আল হিলালের সঙ্গে ড্র দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। সর্বশেষ ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব এফসি রেড বুল সালজবার্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, ফেদে ভালভার্দে এবং গার্সিয়া। ম্যাচের শুরুতেই ভিনিসিয়ুস দলের লিড এনে দেন। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। আর শেষ সময়ে গার্সিয়ার গোলে বড় জয় নিশ্চিত হয়।
সালজবার্গেরও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ ছিল, তবে সেটি অনেক সমীকরণের ওপর নির্ভরশীল ছিল। রিয়ালের বিপক্ষে হারে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায় এবং বিদায় নিতে হয় গ্রুপপর্ব থেকেই।
রিয়ালের গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে উঠেছে আল হিলাল। নিজেদের শেষ ম্যাচে পাচুকাকে ২-০ গোলে হারিয়ে এই স্থান নিশ্চিত করে সৌদি ক্লাবটি। গোলদাতা ছিলেন সালেম আল-দাওসারি ও মার্কোস লিওনার্দো।
এই গ্রুপে তিন ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আল হিলাল ৫ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়।