চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল লিভারপুল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে এসে সেই ছন্দ আর ধরে রাখতে পারেনি ‘দ্য রেডস’। নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যানচেস্টার সিটি ৩–০ গোলের বড় জয় তুলে নেয় ইয়ুর্গেন ক্লপের দলের বিপক্ষে।
ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৯ মিনিটে গোল করে সিটিকে এগিয়ে দেন আর্লিং হাল্যান্ড। প্রথমার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ান নিকো গনজালেস। আর দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে তৃতীয় গোলটি করেন জেরেমি ডোকু। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি সিটির টানা চতুর্থ জয়, যা কোচ পেপ গার্দিওলার দলের আত্মবিশ্বাস আরও উঁচুতে তুলেছে।
টানা দশ ম্যাচ জয় দিয়ে দুর্দান্ত ফর্মে ছিল আর্সেনাল। কিন্তু অবশেষে তাদের সেই জয়ের ধারায় ব্রেক টানল সান্ডারল্যান্ড। শনিবার রাতে ২–২ গোলে ড্র করে রেগিস লি ব্রিসের দল থামিয়ে দেয় মিকেল আর্তেতার শিষ্যদের জয়রথ।
ম্যাচের শুরুতেই ড্যানিয়েল ব্যালাড সান্ডারল্যান্ডকে এগিয়ে নেন। এরপর বুকায়ো সাকা সমতা ফেরান আর্সেনালের হয়ে। লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে লিড নিলেও ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে ব্রায়ান ব্রোবের গোল গানারদের হতাশায় ডুবিয়ে দেয়।
অন্যদিকে, জয় পেয়েছে চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ৩–০ ব্যবধানে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। এনজো মারেস্কার শিষ্যদের হয়ে গোল করেন মালো গুস্তো, জোয়াও পেদ্রো ও পেদ্রো নেতো।