থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বড় ব্যবধানে হেরে ফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে গেল রাহবার খানের দলের। ব্যাংককের ননথাবুরি হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ছেলেদের বিভাগে পাকিস্তানের কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে চোখে চোখ রেখে পাকিস্তানের বিপক্ষে লড়ছিল। তৃতীয় মিনিটে পায়ের কারিকুরিতে একজনকে কাটিয়ে ক্রসবারের অনেক উপর দিয়ে মেরে বল হতাশ করেন রাহবার ওয়াহেদ খান। একটু পর ফয়সাল হোসেনের শট যায় পোস্টের বাইরে দিয়ে। চতুর্থ মিনিটে কর্নারে পাকিস্তানের হামজা নুসরাতের ব্যাকহিল ফ্লিক হয় লক্ষ্যভ্রষ্ট। একটু পর পাকিস্তানের গোলকিপারকে একা পেয়েও দুর্বল শটে তার গায়ে মেরে সুযোগ নষ্ট করেন রাহবার। খানিক পর জাফর খানের দূরপাল্লার শট ফিরিয়ে বাংলাদেশের ত্রাতা জাহিদ হাসান রাব্বী। প্রথমার্ধের পাঁচ মিনিট বাকি থাকতে চার জনের দলে পরিণত হয় পাকিস্তান। হামজার শট রাব্বীর গ্লাভস হয়ে উপরে উঠে যায়। দ্রুত ক্লিয়ার করতে শট নেন ফয়েজ আহমেদ। কিন্তু বলের সাথে সংযোগ ঠিকঠাক না হলে পরে হেডে বিপদমুক্ত করার চেষ্টা করেন তিনি, তখনই পাকিস্তানের আকিব ফায়সাল শট নিলে তার পা গিয়ে লাগে ফয়েজের থুতনিতে। মারাত্মক ফাউলের কারণে রেফারি তাকে দেখান লাল কার্ড। ১৭ মিনিটে এগিয়ে যায় পাকিস্তান। কর্নারে হামজাকে বল দিয়ে সার্কেলের দিকে ছুটে যান আলী আঘা। ফিরতি ব্যাক পাস নিখুঁত শটে জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের ৩০ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোল হজম করে কাজী ইব্রাহিম আহমেদের হাস্যকর ভুলে। নিজেদের সার্কেলের মধ্যে তালগোল পাকিয়ে তিনি বল হারান জাইদ উল্লাহ খানের কাছে। গোলমুখ থেকে টোকায় অনায়াসে জাল খুঁজে নেন জাইদ। ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে গোলের দেখা পায় বাংলাদেশ। তাজওয়ার বিন কাশেমের ছোট পাস ঝাঁপিয়ে পড়া গোলকিপারের পাশ দিয়ে জালে জড়িয়ে দেন ফায়েদ আজম। এরপর বাংলাদেশের জালে তিনবার বল জড়ায় পাকিস্তান।
সালার আহমেদ খান, জাইদ ও আলি আঘার গোলে বাংলাদেশের বড় ব্যবধানে হার নিশ্চিত হয়। পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় পাঁচ ম্যাচে সাঈদ খোদারাহমির দলের সংগ্রহ ৭ পয়েন্ট। বাংলাদেশের বাকি আছে আর একটি ম্যাচ। শনিবার রাউন্ড রবিন লিগের সেই ম্যাচেটিতে নেপালের মুখোমুখি হবে দল। পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ি শিরোপা দৌড়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। পাঁচ ম্যাচে পাকিস্তান ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।