আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) টানা তিন ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে গ্যাবন। গ্রুপের তলানি থেকে বিদায় নেয়ায় মেনে নিতে পারেনি দেশটির সরকার। এমন বাজে পারফরম্যান্সের কারণে পুরো জাতীয় দলকে নিষিদ্ধ করার পাশাপাশি কোচ এবং দলের তারকা ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াংকে বরখাস্ত করেছে গ্যাবন সরকার। বুধবার আইভরি কোস্টের কাছে ৩-২ গোলে হারের পর ভারপ্রাপ্ত ক্রীড়া মন্ত্রী সিমপ্লিস-দেসির মামবৌলা এ নিষেধাজ্ঞার ঘোষণা দেন। জাতীয় দলের প্রধান কোচ থিয়েরি মুউয়ুমার পাশপাশি তার সমস্ত সহকারীকে বরখাস্ত করা হয়েছে।