লিগ শেষ হওয়ার পরপরই জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ ৩১ মে। এরই মাঝে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যারিয়ের কাবরেরা আবারও ছুটিতে চলে গেছেন। ২৫ দিন ছুটি কাটিয়ে ২২ এপ্রিল ঢাকায় এসে চলমান লিগ ও ফেডারেশন কাপের কয়েকটি ম্যাচ পর্যবেক্ষন করেছেন। মাত্র পাঁচদিন ঢাকায় অবস্থান শেষে শনিবার কোচের আবার ও ছুটিতে যাওয়ার বিষয়টিতে অনেকেই সমালোচনা করেছেন। বাংলাদেশ ফুটবল দলের সাবেক বৃটিশ কোচ জেমি ডে অনেকবার খবরের শিরোনাম হয়েছিলেন ছুটি কাটানো ইস্যুতে। বর্তমান স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও এখন সেই পথের পথিক হ”েছন। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। সেই ম্যাচে খেলোয়াড় নির্বাচনের জন্য চলমান লিগ পর্যবেক্ষণ করাই কোচের প্রধান কাজ। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান। তার অনুমোদনক্রমেই কোচ বাংলাদেশ ত্যাগ করেছেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চলমান ঘরোয়া লিগ থাকাবস্থায় এই মুহুর্তে কোচকে কেন ছুটি দিলো ফুটবল ফেডারেশন? এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি ফেডারেশনের সংশ্লিষ্ট কারো কাছ থেকে। এমনকি এই প্রশ্ন খোদ ফেডারেশনের অনেক কর্মকর্তারই। অভিযোগ রয়েছে,ঘরোয়া প্রতিযোগিতায় যারা ভালো পারফরম্যান্স করেন তাদেরকে ক্যাম্প ডাকেন না কোচ হ্যাভিয়ের। আর সুদূর স্পেন থেকে অনলাইনে খেলা দেখে ফুটবলারদের প্রক...তভাবে কতটুকু যাচাই করতে পারবেন সেই প্রশ্ন বড় আকারেই আসে। এজন্য গত বুধবার জাতীয় দল কমিটির সভায় জিপিএস, অনলাইন সিস্টেম নিয়ে কোচ অনেক ব্যাখ্যা দিয়েছিলেন। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফেরে বাংলাদেশ দল। এর পরের দিন সকালে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা স্পেন যান ছুটি কাটাতে। ৮ এপ্রিল থেকে ঘরোয়া ফুটবল পুনরায় শুরু হয়। বসুন্ধরা কিংস-মোহামেডান, আবাহনী-কিংসের মতো গুরুত্বপূর্ণ খেলাগুলো তিনি স্টেডিয়ামে বসে দেখতে পারেননি। ২৫ দিন ছুটি কাটিয়ে ২২ এপ্রিল ঢাকায় এসে ঐ দিনই বিকেলে ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন। শনিবার কুমিল্লায় আবাহনী-মোহামেডান ম্যাচ দেখে ঢাকায় ফিরে রাতেই স্পেন রওনা হন। ফেডারেশনের একাধিক মাধ্যমে জানা গেছে স্ত্রীর শারীরিকভাবে অসুস্থতার কারনেই তিনি দেশে ফিরে গেছেন। এদিকে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৫ জুন ঢাকায় ফিফা প্রীতি ম্যাচ খেলবে হামজারা। তাই ৩১ জুন জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। ছুটি কাটিয়ে একেবারে ক্যাম্প শুরুর সময় আসবেন নাকি সপ্তাহ কয়েক পর আসবেন এটি এখনো জানা যায়নি। জাতীয় দল কমিটির সভায় কোচের চাওয়া ছিল ২৭ মে লিগ সমাপ্ত করার। বর্তমান ফিকশ্চার রয়েছে ২৯ মে পর্যন্ত। সেটা পরিবর্তন করা যায় কিনা এই বিষয়টি লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বিবেচনা করবেন বলে জাতীয় দল কমিটির সভায় জানিয়েছিলেন।
ফুটবল
জাতীয় দলের স্প্যানিশ কোচ ক্যাবরেরা আবারও ছুটিতে
লিগ শেষ হওয়ার পরপরই জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ ৩১ মে। এরই মাঝে জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যারিয়ের কাবরেরা আবারও ছুটিতে চলে গেছেন। ২৫ দিন ছুটি কাটিয়ে ২২ এপ্রিল ঢাকায় এসে চলমান লিগ ও ফেডারেশন কাপের
Printed Edition
