এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচ খেলতে সোমবার দেশে এসেছেন হামজা চৌধুরী। আজ ঢাকায় আসছেন আরেক তারকা ফুটবলার শামিত সোম। ঢাকায় এসেই হংকংয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ জিততে আশাবাদী বাংলাদেশি মিডফিল্ডার হামজা।

লন্ডন থেকে গতকাল বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় এসে পৌঁচ্ছান হামজা। হজরত শাহজালাল বিমানবন্দরে পা রাখা মাত্রই ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে নিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৩ সেকেন্ডের একটি ভিডিও বানিয়েছে। সেই ভিডিও বার্তার ক্যাপশনে বাফুফে দিয়েছে, ‘হামজা চৌধুরীর দারুণ লাগছে। ভক্ত-সমর্থকদের ভালোবাসা-সমর্থনে মুগ্ধ তিনি।’ ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা সফল হবো। ৯ তারিখ হংকংয়ের বিপক্ষে খেলতে নামব। ইনশাআল্লাহ সবাই আমাদের সমর্থন করবেন।’

বাংলাদেশের জার্সিতে চতুর্থ ম্যাচ খেলতে যাচ্ছেন হামজা। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে তাঁর। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৩ ম্যাচে ১ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১ গোলে। ৪ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করেছিলেন। সেই ম্যাচ বাংলাদেশ জিতেছিল ২-০ গোলে।

হামজা ঢাকায় এসেই বিকেলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন। তবে শমিত হংকং ম্যাচের আগে অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পাবেন না। তিনি আসবেন আজ রাতে। তার বিলম্বের কারন সম্পর্কে বাফুফে সূত্রে জানা গেছে সোমবার বাংলাদেশ সময় ভোরে ম্যাচ ছিল তাঁর ক্লাব কাভালরি এফসির। ম্যাচ খেলেই টরোন্টো থেকে ঢাকার বিমান ধরার কথা। তাই দলের সঙ্গে মানিয়ে নিতে মাত্র একটি সেশন পাচ্ছেন এই মিডফিল্ডার।

এদিকে বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে চার দলের মধ্যে তিন নম্বরে অবস্থান করছে। হামজাদের এখানে পয়েন্ট ১। ভারতের ১ পয়েন্ট হলেও তারা চারে। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং চায়নার দুই দলেরই পয়েন্ট ৪। বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচ ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। এই ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। আগামী ১৪ অক্টোবর ফিরতি ম্যাচে স্বাগতিক হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।