প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্টিত হতে যা”েছ ২০২৬ ফিফা বিশ্বকাপ। যেখানে অংশ নি”েছ ৪৮টি দেশের ফুটবল দল। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে অনুষ্ঠেয় টুর্নামেন্টটির ড্র অনুষ্টান এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে। কোন গ্রুপে কোন দল, সেটি জেনে গেছে ফুটবলবিশ্ব। ফিফার স্পন্সর প্রতিষ্টান কোমলপানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বিশ্বব্যাপী ঘুরতে বেড়িয়েছে বিশ্বকাপ ট্রফি। আসবে বাংলাদেশেও। শনিবার থেকে শুরু হওয়া এই ট্যুরের প্রথম গন্তব্য ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরবের রাজধানী রিয়াদ। কোকা-কোলার বিশেষ বিমানে করে ট্রফিটি রিয়াদে পৌঁছালে বিমানবন্দরের টারম্যাকে ট্রফি উন্মোচন করেন ফিফা লিজেন্ড আলেসান্দ্রো দেল পিয়েরো। সেখানে সৌদি আরব ফুটবল ফেডারেশন ও শীর্ষ¯’ানীয় ভিআইপিদের উপ¯ি’তি ছিল। এরপর ইতালির সাবেক এই তারকা ফুটবলার শিশুদের নিয়ে একটি বিশেষ ফুটবল ক্লিনিকে অংশ নেন। হঠাৎ করে বিশ্বকাপ ট্রফি ও দেল পিয়েরোকে সামনে পেয়ে উ”ছ¡সিত হয়ে ওঠে শিশুরা। ২০০৬ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার শিশুদের সঙ্গে সময় কাটান এবং মাঠে বিভিন্ন অনুশীলন কার্যক্রম পরিচালনা করেন। দিনের শেষভাগে রিয়াদের একটি প্রধান শপিং মলে অনুষ্ঠিত হয় সাধারণ দর্শকদের জন্য বিশেষ ফ্যান ইভেন্ট। সেখানে শত শত ফুটবলপ্রেমী ও গণমাধ্যমকর্মীদের উপ¯ি’তিতে সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হয়। ফিফা বিশ্বকাপের আসল ট্রফিটি এই ট্যুরের অংশ হিসেবে ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি ভিন্ন ভিন্ন ¯’ানে প্রদর্শিত হবে। ১৫০ দিনেরও বেশি সময় ধরে চলা এই সফরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা ফুটবলের সবচেয়ে কাঙ্খিত এই ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন। এদিকে বিশ্বকাপের মূল ট্রফি কাছে থেকে দেখার সুযোগ পাবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

চতুর্থবারের মতো আগামী ১৪ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছাবে বিশ্বকাপ ট্রফি। সর্বপ্রথম ২০০২ সালে বিশ্বকাপ ট্রফি এসেছিল বাংলাদেশে। ২০১৩ সালে এবং সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশে এসেছিল সোনালী ট্রফিটি। সৌদি ঘুরে এটি যাবে মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ভারতে। গত ২০ বছরে ট্রফিটি মোট ২১১টি ফিফা সদস্য দেশের ১৮২টিতে ভ্রমণ করেছে।