সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে শিরোপার আশা নেই বললেই চলে বাংলাদেশের। তারপরও ম্যাচ বাই ম্যাচ জিতে এগিয়ে যাচ্ছেন লাল সবুজের কিশোরীরা। আজ শুক্রবার ফিরতি লেগে ভুটানের মুখোমুখি হবেন অর্পিতারা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি। শিরোপা প্রত্যাশা নিয়েই ভুটানে গিয়েছিলেন মাহবুবুর রহমানের শিষ্যরা। শুরুটাও চমৎকার ছিল। ভুটানকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা করলেও ভারতের কাছে হোঁচট (২-০) খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। নেপালকে প্রথম দেখায় ৩-০ এবং দ্বিতীয় দেখায় ৪-১ গোলে হারিয়ে চার ম্যাচে নয় পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বাংলাদেশ। আর ভারত চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।
পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানেও ভারতের চেয়ে অনেক পিছিয়ে লাল সবুজের মেয়েরা। প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসিয়ে দিচ্ছে তেরঙ্গারা। যেখানে ভারত গোলগড়ে +২২, সেখানে বাংলাদেশ মাত্র +৬। তাই দ্বিতীয় লেগে ভারতকে হারালেও গোলগড়ে পিছিয়ে পড়ে শিরোপা হাতছাড়া হতে পারে অর্পিতাদের। যেখানে গোলগড়ে ভারতের চেয়ে ১৬ গোলে পিছিয়ে রেেয় বাংলাদেশ।চার ম্যাচ খেলে ভুটান মাত্র দুই গোল দিয়েছে প্রতিপক্ষ বাংলাদেশ ও নেপালের জালে। বিপরীতে তারা হজম করেছে ১৮ গোল। প্রথম দেখায় ভুটানকে হারানোয় শুক্রবারের ম্যাচেও জয় প্রত্যাশা করছেন দলের কোন মাহবুবুর রহমান। তার কথা, ‘ভুটানে হারিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মেয়েরা সেভাবেই খেলবে। দলের সবাই সুস্থ রয়েছে, মাঠে নামতে উদগ্রীব হয়ে আছে।’ রোববার ভারতের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটাই হবে লিগ পদ্ধতির টুর্নামেন্টে অঘোষিত ফাইনাল ম্যাচ।শিরোপা না পেলেও সেরা গোলদাতার পুরস্কার জেতার পথে এগিয়ে থাকতে পারেন লাল সবুজের ফরোয়ার্ড সুরভী আকন্দ। নেপালের বিপক্ষে হ্যাটট্রিক করে পাঁচ গোল নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন।