বৃহস্পতিবার বগুড়ার শিকারপুর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখা আয়োজিত সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন ও বগুড়া পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের যৌথ ব্যবস্থাপনায় ঈদ পুনর্মিলনী ও ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া ফাইনাল খেলায় রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ১৪ নম্বর ওয়ার্ড ট্রাইবেকারে ৪-৩ গোলে এরুলিয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করেন স্থানীয় ক্রীড়ামোদী হাজারো দর্শক ও আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল ইসলাম সুইটের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি মোঃ আজগর আলী, ঢাকা মিরপুর জামায়াতের আমীর এডভোকেট আলাউদ্দিন সোহেল, শহর সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম, মাওলানা মোঃ সুলতান আলী, গোলাম রব্বানী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সমাজকে শান্তিময় করতে হলে কুরআনের দাওয়াত ঘরে ঘরে দিতে হবে। একটি শান্তিপ্রিয় সমাজ গড়ে তুলতে সবাইকে এক যোগে কাজ করতে হবে।