লম্বা বিরতি কাটিয়ে আজ শুক্রবার আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা। যদিও এরই মাঝে মঙ্গলবার শুরু হয়েছে ফেডারেশন কাপের খেলা। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর দ্বিতীয় দিনেই অর্থাৎ শনিবার কঠিন লড়াইয়ে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা মোহামেডান ও তিনে থাকা বসুন্ধরা কিংসের মধ্যে। ম্যাচটির ভেন্যু কিংস অ্যারেনা বলেই যত আলোচনা।মোহামেডান ও কিংসের ম্যাচে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল মৌসুম সূচক চ্যালেঞ্জ কাপে। কিংসের উশৃঙ্খলা দর্শকরা ম্যাচে বিঘ্ন ঘটিয়েছিল মাঠে স্মোক ফ্লেয়ার নিক্ষেপ করে। এগিয়ে থাকা মোহামেডান ওই ম্যাচ হেরে যাওয়ার কারণ হিসেবে দর্শকদের আরচরণকে দোষ দিয়ে আসছে। এ নিয়ে বাফুফেতেও ভেন্যু বাতিল চেয়ে চিঠি দিয়েছিল দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

২২ নভেম্বরের পর সেই মাঠেই আবার কিংস-মোহামেডান লড়াই। যদিও ওই ম্যাচের পর মোহামেডান এই মাঠে ম্যাচ খেলেছে। তবে কিংসের বিপক্ষে ম্যাচের আগে আবার বাফুফেরেক চিঠি দিয়েছিল মোহামেডান।২২ নভেম্বরের পর চিঠি দিয়ে কোনো জবাবই পায়নি সাদা-কালোরা। এবার বাফুফে সভাপতি বরাবর চিঠি দেওয়ায় দেশের ফুটবলের অভিভাবক প্রতিষ্ঠানটির ঘুম ভেঙ্গেছে। শনিবারের ম্যাচে কিংস অ্যারেনায় আবার কোনো অঘটন যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বাফুফে।সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সই করা ওই চিঠিতে পুলিশ কমিশনারের কাছে স্টেডিয়ামে পুলিশ সদস্য বাড়ানোর অনুরোধ করা হয়েছে। কমিশনারকে দেওয়া এই চিঠির অনুলিপি ভাটারা থানাকেও দেওয়া হয়েছে বলে বাফুফে সূত্রে জানা গেছে।এই ম্যাচটি কিংস-মোহামেডান দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। কিংস হারলে এক প্রকার ছিটকে পড়বে লিগ থেকে। মোহামেডান জিতলে শিরোপা জয়ের সম্ভাবনা আরো বাড়বে তাদের।