বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) প্রকাশিত সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৮৩ থেকে ১৮০ নম্বরে উঠে এসেছে হাভিয়ের কাবরেরার দল। গত ৯ বছরের মধ্যে এটিই বাংলাদেশের সেরা অবস্থান। চলতি বছরের সবশেষ আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার পর বুধবার র্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদ প্রকাশ করে ফিফা। এর আগে ২০১৬’র মার্চে ১৭৭ নম্বরে ছিল বাংলাদেশ।
যদিও সে বছরই ১৮৮ নম্বরে নেমে যায় দলের র্যাঙ্কিং। এর আগের ফিফা উইন্ডোতে নেপালের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামেই সে ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের পরেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি কাবরেরার শিষ্যরা। শেষ মুহূর্তে এক গোল হজম করে মাঠ ছাড়তে হয় ২-২ সমতায়।
সে ম্যাচে পেনাল্টি থেকে দারুণ এক পানেককা শটে গোলের পর দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে জোড়া গোল করেন হামজা চৌধুরী। গত মঙ্গলবার ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে নামার আগে দু’দলের র্যাঙ্কিংয়ের দূরত্ব ছিল ৪৬ ধাপ। দ্বাদশ মিনিটে শেখ মোরসালিনের একমাত্র গোলে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটিতে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ।
সে সুবাদে সবশেষ হালনাগাদে ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। দলের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসের হালনাগাদের সময় রেটিং পয়েন্ট ছিল ৮৯৪.০৬। বাংলাদেশের কাছে হেরে ৬ ধাপ অবনমন হয়েছে ভারতের। ১৩৬ থেকে ১৪২ নম্বরে নেমে গেছে তারা। দুই ধাপ পিছিয়ে নেপাল অবস্থান করছে ১৮২ নম্বরে।
র্যাঙ্কিংয়ের সেরা দশেও পরিবর্তন এসেছে। ইতালিকে তিন ধাপ নামিয়ে (১২) সেরা দশে ঢুকেছে লুকা মদরিচের ক্রোয়েশিয়া। এক ধাপ এগিয়ে নবম চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আগের মতোই অষ্টম বেলজিয়াম। পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭) এক ধাপ করে নামিয়ে সেরা পাঁচে ঢুকেছে ব্রাজিল। তবে অপরিবর্তিত রয়েছে সেরা চার। আগের মতোই শীর্ষে স্পেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ যথাক্রমে আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড।