সর্বকালের সেরা এক ক্যারিয়ার শেষের দ্বারপ্রান্তে পৌঁছে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো স্বীকার করেছেন ২০২৬ বিশ্বকাপই বিশ্ব মঞ্চে তার শেষ অংশগ্রহণ হতে যাচ্ছে। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৯৫০রও বেশি গোল করেছেন।
নিজের অবসর প্রসঙ্গে রোনালদো বলেছেন, ‘হয়তো আর এক থেকে দুই বছর।’ সৌদি ফোরামের দেয়া এক ভিডিও লিঙ্কে রোনালদো বলেন, ‘অবশ্যই আগামী বছরই আমি শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছি। ঐ সময় আমার বয়স হবে ৪১ বছর। আমি মনে করি বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।’ ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে লোভনীয় প্রস্তাবে ক্যারিয়ার শুরুর পরও নিজেকে এতটুকু মøান করতে দেননি রোনালদো।
গত সপ্তাহে তিনি দ্রুত অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তার সঙ্গে যোগ করে বলেছেন, ‘সত্যি বলতে কি আমি দ্রুত বলেছি ঠিকই, সেটা হতে পারে এক থেকে দুই বছর। এখনও আমি খেলার মধ্যে আছি।’
পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো আগামী বছর ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার লক্ষ্য স্থির করেছেন। ২০০৬ সালে বিশ্বকাপের শিরোপা প্রায় ধরেই ফেলেছিল পর্তুগাল। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পর্তুগাল এখনও কোয়ালিফাই করেনি। বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে পরাজিত করতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে। ইন্টারনেট।