ফুটবল
বাংলাদেশ-ভারত ম্যাচ
ভারতীয় হাইকমিশনারের সাথে বাফুফের সভাপতির সাক্ষাৎ
আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। হোম এন্ড অ্যাওয়েভিত্তিতে প্রথম লেগের খেলাটি অনুষ্ঠিত হবে ভারতের শিলংয়ে। এরপর ১৮ নভেম্বর ফিরতি লেগের ম্যাচটি
Printed Edition

আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। হোম এন্ড অ্যাওয়েভিত্তিতে প্রথম লেগের খেলাটি অনুষ্ঠিত হবে ভারতের শিলংয়ে। এরপর ১৮ নভেম্বর ফিরতি লেগের ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্টিত হবে। এই দুটি ম্যাচের আয়োজন উপলক্ষে সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং সহ-সভাপতি ফাহাদ করিম। প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফাহাদ করিম বলেছেন, 'আমাদের মধ্যে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। ফুটবলের মাধ্যমে কীভাবে দুই দেশের সম্পর্কের উন্নয়ন করা যায়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। (এশিয়ান কাপ বাছাইয়ে) আমরা শিলংয়ে গিয়ে খেলবো, ওরা আসবে ঢাকায়। (ম্যাচ দুটিতে) সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার ব্যাপারে কথা হয়েছে।’ এদিকে ভারতের মুখোমুখি হওয়ার আগে আগামী ৫ মার্চ প্রস্তুতি ক্যাম্প করতে সৌদি আরব যাবে বাংলাদেশ দল। জামাল ভূঁইয়াদের ভারতের ভিসার কাজও প্রায় সম্পন্ন। দুয়েকদিনের মধ্যে ভিসা প্রক্রিয়া শেষে পুরো দল পাসপোর্ট ফিরে পাবে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার কথা হামজা চৌধুরীর। এরইমধ্যে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। এই দলে জায়গা হয়নি ৩৮ সদস্যের দলে থাকা ৮ জন ফুটবলার- জাহিদ হোসেন শান্ত, ইয়াসিন খান, আনিসুর রহমান জিকো, হাসান মুরাদ, রাব্বী হোসেন রাহুল, রফিকুল ইসলাম, মেহেদি হাসান মিঠু ও সাকিব আল হাসানের। এই ম্যাচ দিয়ে শেফিল্ড ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার হামজার পাশাপাশি অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে ফাহমিদুল ইসলামের। ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলছেন বাংলাদেশী বংশোদ্ভূত এই ফরোয়ার্ড। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য সৌদি আরবে প্রস্তুতি নেবে বাংলাদেশ। অনুশীলনে যোগ দিতে ১৮ মার্চ ঢাকায় আসবেন হামজা। আর ফাহমিদুল সরাসরি সৌদি আরবে দলের সঙ্গে যোগ দেবেন।