কাতার বিশ্বকাপের পর থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন নেইমার। কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিকভাবে চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর অনুশীলনের সময় উরুর চোটে পড়েন তিনি। অবশেষে ৪৩ দিন আর ৯ ম্যাচ পর আবারও মাঠে ফিরলেন নেইমার।শনিবার রাতে ব্রাজিলিয়ান লিগে ফোর্তালেজার বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। ম্যাচের ৬৭ মিনিটে সতীর্থ মিডফিল্ডার ভিক্টর হুগোর বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ২৩ মিনিটের মতো খেলেছেন নেইমার। এ সময়ের মধ্যে বেশ সাবলীল ছিলেন তিনি। দুইটি শট নেওয়ার পাশাপাশি তিনটি সুযোগ তৈরি করেন তিনি। এছাড়া চারবার ড্রিবলের চেষ্টা করে দুটিতে সফল হন নেইমার।
ফুটবল
৪৩ দিন পর মাঠে ফিরে উজ্জিবীত নেইমার
কাতার বিশ্বকাপের পর থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন নেইমার। কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিকভাবে চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর অনুশীলনের সময় উরুর চোটে পড়েন তিনি।