আল-নাসর বনাম আল-খালিজ ম্যাচে শুরুটা খুব একটা সুখকর ছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। বেশ কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হন, এমনকি একটি পেনাল্টিও পোস্টে লেগে ফেরত আসে। তবে ভাগ্য এবার তার পক্ষে ছিল, কারণ সেই মিসের কোনো শাস্তি পেতে হয়নি দলকে। ম্যাচের স্টপেজ টাইমে আবারও পেনাল্টির সুযোগ পায় আল-নাসর। এবার আর ভুল করেননি রোনালদো। ঠা-া মাথায় গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল পাঠান জালে। ৪০ বছর বয়সেও নিজের অভিজ্ঞতা আর আত্মবিশ্বাসে ভর করে দলের জয় নিশ্চিত করেন এই পর্তুগিজ তারকা।
ফুটবল
স্বস্তির জয় পেল আল-নাসর
আল-নাসর বনাম আল-খালিজ ম্যাচে শুরুটা খুব একটা সুখকর ছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য।