এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার বিপক্ষে জয় নিয়ে ইতিহাস গড়তে পারলোনা স্বাগতিক বাংলাদেশ। তিব্র প্রতিদ্বন্ধিতা পূর্ন ম্যাচে হামজার দলকে ৪-৩ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছে হংকং।ম্যাচের প্রথমার্ধের ফলাফল ছিল ১-১।
যদিও ম্যাচের শুরুটা স্বাগতিকরা করেছিল স্বপ্নের মতো। ফিফা র্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা দলটির জালে মাত্র ১৩ মিনিটে বল পাঠিয়ে দর্শকদের আনন্দে মাতিয়ে তুলেছিল হামজা চৌধুরী।বাংলাদেশের হয়ে ছোট্ট ক্যারিয়ারে হামজার এটি দ্বিতীয় গোল।
তার দুর্দান্ত ফ্রি-কিক গোলে প্রথমার্ধে এগিয়ে থেকে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপে বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধ শেষ করার স্বপ্ন যখন দেখছিল বাংলাদেশ, ঠিক তখনই গোল খেয়ে বসেছে লাল-সবুজের দল। ফলে প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়। প্রথমার্ধ শেষ হওয়ার ৩০ সেকেন্ড বাকি থাকতে সংঘবদ্ধ আক্রমনে ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় দলকে সমতায় এনে দেন হংকংয়ে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এভারটন কামারগো।
৯০ মিনিটের খেলা শেষ। বাংলাদেশ এক গোল ব্যবধানে পিছিয়ে। চতুর্থ রেফারি জানালেন, খেলা হবে আরও ৯ মিনিট।
পাঁচ গোলের উদ্যাপন আর ছোটখাট চোটজনিত একাধিক বিরতির কারণে এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
৯৮তম মিনিটে ম্যাচে সমতা আনল বাংলাদেশ। হেডে বল জালে জড়িয়ে বাংলাদেশকে ৩-৩ সমতায় এনে দিয়েছেন শমিত সোম। বাংলাদেশ দলের জার্সিতে এটি তাঁর প্রথম গোল।
সমতা আনতে না আনতে আবারও পেছাল বাংলাদেশ। ম্যাচের শেষ মুহূর্তে আবারও গোল হংকংয়ের। এতোটাই শেষ মুহূর্ত যে, রেফারি বাঁশি বাজানোর অপেক্ষায় ছিলেন। বাংলাদেশের জালে বল জড়াতেই বাঁশি বাজিয়ে সমাপ্তির ঘোষণা দিলেন তিনি। শ্বাাসরুদ্ধকর ম্যাচে অবশেষে হেরে বাছাই পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেল ক্যাবরেরার শিষ্যদের।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তারিক রায়হান কাজী, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা দেওয়ান চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা-২, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।