ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে অপ্রত্যাশিত হার দেখলো পিএসজি (প্যারিস সেইন্ট জার্মান)। বৃহস্পতিবার রাতে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর কাছে ১-০ গোলে হেরেছে তারা। এদিনের ম্যাচে একদিকে পিএসজি ছিল ইউরোপসেরা দল এবং দক্ষিণ আমেরিকার সেরা দল ছিল বোটাফোগো। ম্যাচে প্রথমার্ধের ৩৬ মিনিটে গোল করে বোটাফোগোকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফুটবলার ইগর জেসুস। আর এ একটা গোলই গড়ে দেয় পার্থক্য।
এতেই নকআউট পর্বও নিশ্চিত হয়ে যায় বোটাফোগোর। এর মধ্য দিয়ে ফিফার কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নকে হারানোর কীর্তি দেখালো দক্ষিণ আমেরিকার কোনো দল। বিরতির পর অবশ্য বল দখলে এগিয়ে ছিল পিএসজি। তবে বোটাফোগোর রক্ষণভাগের কারণে নিজেদেরকে ম্যাচের সমতায় ফেরাতে পারেনি পিএসজি। অথচ ৩২ দলের এই টুর্নামেন্টে পিএসজিকে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছিল। এর আগে শেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লীগে ইন্টার মিলানকে ৫-০ গোলে ধসিয়ে দেয়ার পর তাদের এমন ফলাফল ছিল ফুটবল সমর্থকদের কাছে অপ্রতাশিত। এদিন ম্যাচে বোটাফোগোর বিপক্ষে ১৬টি শট নিয়ে একটি শটও জালে জোড়াতে পারেনি এ বিষয়ে ম্যাচের পর বোটাফোগো গোলকিপার জেসুস বলেন, ‘ আমরা জানি আমাদের জয়ে সকলে বিস্মিত হয়েছে।
তবে আমরা দেখিয়েছি ম্যাচে আমরা কতটা শক্তিশালী ছিলাম। ম্যাচটা কঠিন ছিল, আমাদের তাই রক্ষণটা ঠিকমতো করতে হতো। বলা যায় আমাদের কাজটা ঠিকঠাক মতো করেছি।’ পিএসজি কোচ লুই এনরিকেও জানালেন, ‘আমরা বুজেছিলাম ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। তারা ভালো ডিফেন্ড করেছে। আমরা জানি ক্লাব বিশ্বকাপ ভীষণ কঠিন। সব দলই অনেক উজ্জীবিত। বিশেষ করে তারা যখন আমাদের বিপক্ষে খেলতে নামে।’ মঙ্গলবার রাতে নিজেদের পরবর্তী ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বোটাফোগো।