এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প থাকায় লিগে এই বিরতি পড়ে। ২২ দিন বিরতি কাটিয়ে আজ রোববার বাংলাদেশ ফুটবল লিগের খেলা আবারও মাঠে গড়াতে যাচ্ছে। জাতীয় দলের ব্যস্ততার কারনে লিগের খেলা সর্বশেষ ২৭ আগষ্ট হয়েছিল।আজ দ্বিতীয় রাউন্ডে ভিন্ন দুই ম্যাচে মাঠে নামছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডান।
গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান লড়বে পুলিশের সঙ্গে। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনীর বিপক্ষে খেলবে ব্রাদার্স ইউনিয়ন। মানিকগঞ্জের শহিদ মিরাজ তপন স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে খেলবে ফকিরেরপুল ইয়ংমেন্স ও রহমতগঞ্জ। তিনটি ম্যাচই শুরু হবে বেলা পৌঁনে তিনটায়।
প্রথম রাউন্ডে চমক আর হতাশা দুটোই ছিল চোখে পড়ার মতো। গত মৌসুমের চ্যাম্পিয়ন মোহামেডান শুরুটা করেছে বেশ বাজেভাবে ফর্টিসের বিপক্ষে ২-০ গোলে হেরে হোঁচট খেয়েছিল সাদা-কালোরা। তাই আজকের ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। তবে কাজটা সহজ নয়, কারণ প্রতিপক্ষ পুলিশ এফসি প্রথম ম্যাচেই ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে।
অন্যদিকে শক্তিশালী আবাহনী লিমিটেডও প্রথম রাউন্ডে জয়ের মুখ দেখেনি। রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্কাই-ব্লুদের। ফলে কুমিল্লার ম্যাচে তাদের সামনে জয়ের চাপও থাকছে বেশ ভালোভাবেই।
আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে বসুন্ধরা কিংস, আবাহনী ও মোহামেডানের একাধিক ফুটবলার ছিলেন জাতীয় দলের ক্যাম্পে। তারা খেলেছেন হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হোম (৯ অক্টোবর) ও অ্যাওয়ে (১৪ অক্টোবর) ম্যাচে। জাতীয় দায়িত্ব শেষ করে ১৫ অক্টোবর দেশে ফিরে নিজ নিজ ক্লাব ক্যাম্পে যোগ দেন তারা। এরপর থেকেই চলছে দ্বিতীয় পর্বের জন্য টানা প্রস্তুতি।
প্রথম রাউন্ডে জয় পেয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফর্টিজ এফসি ও পুলিশ। এক পয়েন্ট করে নিয়ে ছয়টি দল পর্যায়ক্রমে ৩-৮ নম্বরে থাকলেও কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। ফলে প্রথম রাউন্ড শেষে তাদের অবস্থান দশ দলের মধ্যে তলানীতে।
ফর্টিজের কাছে হেরে লিগ শুরু করেছিল তারা। আজ ও সোমবার দ্বিতীয় রাউন্ড শেষে ফের লম্বা বিরতিতে যাবে লিগ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। তাই জাতীয় দলের ক্যাম্পের জন্য এই বিরতি। তৃতীয় রাউন্ড শুরু হবে ২৪ নভেম্বর।