DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ফুটবল

ত্রিশের আগে ও পরের গোলে রোনালদোর অনন্য ভারসাম্য

বয়স চল্লিশ পেরোলেও ক্রিস্টিয়ানো রোনালদো যেন টগবগে তরুণ। শরীরে বয়সের ছাপ খুঁজে পাওয়া গেলেও গোলসংখ্যায় তা বুঝতে পারাটা বেশ কঠিন। শুক্রবার আল নাসরের হয়ে আরেকবার জালে বল জড়িয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition

বয়স চল্লিশ পেরোলেও ক্রিস্টিয়ানো রোনালদো যেন টগবগে তরুণ। শরীরে বয়সের ছাপ খুঁজে পাওয়া গেলেও গোলসংখ্যায় তা বুঝতে পারাটা বেশ কঠিন। শুক্রবার আল নাসরের হয়ে আরেকবার জালে বল জড়িয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। আর এতেই গড়েছেন বয়সের সঙ্গে গোলসংখ্যার অনন্য এক ভারসাম্য।সৌদি প্রো লীগে আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের দিন বক্সের ভেতর থেকে জাল খুঁজে নেন রোনালদো। আল আওয়াল পার্কে প্রথমার্ধের খেলার যোগ করা সময়ে গোলটি করেন তিনি। প্রথমবার অফসাইডে সেটি বাতিল হলেও পরে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) -এ দেখে গোলটি বৈধ ঘোষণা করা হয়। সাধারণত, অধিকাংশ ফুটবলারের ক্যারিয়ারের মূল সময়টা আসে বয়স ২৫ পার হবার পর। আর ৩৫ পার হতেই বেশিরভাগ ফুটবলার ক্যারিয়ারের শেষটা না দেখলেও পড়ন্ত বিকেল ঠিকই দেখে ফেলেন। তবে নামটা যখন সি আর সেভেন, তখন তিনি তো অনন্য কিছুই করবেন।