ফুটবল মাঠে দাঙ্গা-হাঙ্গামার জন্য আর্জেন্টাইন দর্শকদের বদনাম আছে। এ কারণে দীর্ঘ ১২ বছর ধরে দেশটির ঘরোয়া লিগে সফরকারী দলের সমর্থকদের গ্যালারিতে বসে খেলা দেখায় নিষেধাজ্ঞা ছিল। এক যুগ পর সেই নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে আজেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া। ২০১৩ সালে দুটি রক্তক্ষয়ী ঘটনার পর প্রথম বিভাগের ঘরোয়া প্রতিযোগিতায় সফরকারী দলের সমর্থকদের মাঠে উপস্থিতি হওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছিল এএফএ। লানুস ও এস্তুদিয়ান্তেস ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছিলেন এক সমর্থক। আরেক ম্যাচে গুলীবিদ্ধ হয়ে দেশটির জনপ্রিয় ক্লাব বোকা জুনিয়র্সের দুই সমর্থক নিহত হন। এরপর কেবল স্বাগতিক ক্লাবের দর্শকদের মাঠে গিয়ে খেলা দেখার নিয়ম চালু করে এএফএ। নিষেধাজ্ঞা পুরোপুরিভাবে কাটাতে হলে সমর্থকদের আগে আচরণগত পরীক্ষা দিতে হবে। পরীক্ষামুলকভাবে চলমান ঘরোয়া লিগের পরবর্তী রাউন্ডের ফিক্সচারে লুনাস ও রিভারপ্লেট ক্লাবের মাঠে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচে অ্যাওয়ে দর্শকদের প্রবেশ করিয়ে তাদের আচরণ যাচাই করা হবে।

তারপর আসবে চুড়ান্ত সিদ্ধান্ত। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগে বড় ভূমিকা আছে বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়ার। ইন্টারনেট।