এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ দল ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ম্যচটি শুরু হবে। ইতিমধ্যেই ম্যাচের টিবেট অনলাইনে বিক্রি শুরু হয়েছে শনিবার। স্প্যানিশ কোচ হ্যারিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে ৩০ মে। এই ম্যাচটিকে কেন্দ্র করে দর্শকদের মাঝে রয়েছে ব্যাপক আগ্রহ। কারণ লাল-সবুজ জার্সি গায়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীর খেলা গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করবে দর্শকরা। তার সাথে যুক্ত হচ্ছে আরও দুই তারকা বাংলাদেশী বংশোদ্ভুত কানাডিয়ান শামিত সোম ও ইতালি লিগে খেলা ফাহমিদুল ইসলাম।সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বাংলাদেশে আসছেন এই তিন প্রবাসী ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে হামজা চৌধুরী আগামী ২ জুন ঢাকায় আসবেন। তার আগে ৩০ মে দেশে আসছেন ইতালি থেকে ফাহমিদুল ইসলাম। এরপর ৩ জুন দেশে আসবেন কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার সমিত সোম।

এ প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেছেন, হামজার তো অনেক ব্যস্ততা আছে সেখানে। সেগুলো শেষ করতে পারলে ফ্লাইটের সূচি অনুযায়ী ২ জুন সে ঢাকায় পৌঁছাবে। আমরা চাচ্ছি কোনোভাবে যদি তাকে আগে আনা যায়।সমিত সোমের ক্লাবের ম্যাচ রয়েছে ৩১ মে। আর হামজার শেষ ম্যাচ ২৪ মে। তাই বাংলাদেশের ক্যাম্পের শুরু থেকে তাদের পাওয়া কঠিন বলেও জানান আমের খান। ৩০ মে থেকে শুরু হওয়া ক্যাম্পে অবশ্যই থাকবেন ফাহমিদুল ইসলাম। যিনি স্প্যানিশ কোচের অধীনে প্রথম দিন থেকেই অনুশীলনে অংশ নেবেন।আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা ও সমিতের অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শেষ হওয়া এবং ব্যক্তিগত ব্যস্ততার জন্য এই দুই ফুটবলারকে ম্যাচটিতে বিশ্রামে রাখা হতে পারে। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।

ইংলিশ লিগের মৌসুম সেরা সালাহ

স্পোর্টস ডেস্ক: ইংলিশ ফুটবল লিগের মৌসুম সেরা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ।লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারে যে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মোহামেদ সালাহ, তাতে তার সেরার স্বীকৃতি পাওয়াটা একরকম প্রত্যাশিতই ছিল। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিশরের স্ট্রাইকার। ২০২৪-২৫ প্রিমিয়ার লিগের এখনও শেষ রাউন্ড বাকি। তার আগেই শনিবার মৌসুমের সেরা খেলোয়াড়ের নাম জানিয়ে দিল ইপিএল কর্তৃপক্ষ। ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে এই মৌসুমের শুরুতে লিভারপুলে যোগ দেন ডাচ কোচ আর্না স্লট। তার হাত ধরে মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে এগিয়ে যায় দলটি। চার ম্যাচ হাতে রেখে লিগের শিরোপা জয় নিশ্চিত করে তারা। আর দলের এই সাফল্যে নিয়মিত গোল করে ও করিয়ে সবচেয়ে বড় অবদান রাখেন সালাহ। এখন পর্যন্ত ২৮ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার তিনি।

অ্যাস্টিসের তালিকায়ও তার নাম সবার ওপরে, ১৮টি । গোল্ডেন বুটের লড়াইয়েও সালাহর জয় একরকম নিশ্চিত। শেষ রাউন্ডের আগে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাকের চেয়ে পাঁচটি গোল বেশি নিয়ে শীর্ষে আছেন তিনি।শেষ রাউন্ডে রোববার চরম নাটকীয় কিছু না হলে সালাহ স্পর্শ করবেন সবচেয়ে বেশি চারবার গোল্ডেন বুট জয়ী আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরিকে।এরই মধ্যে ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি গোলে সম্পৃক্ত (গোল ও অ্যাসিস্ট) থাকার রেকর্ড গড়েছেন সালাহ। এখানে তিনি ছাড়িয়ে গেছেন অঁরি ও আর্লিং হলান্ডের যৌথ রেকর্ড (৪৪টি)। শেষ রাউন্ডে একটি গোল বা অ্যাসিস্ট করতে পারলে, ৪২ ম্যাচের আসরে দুই গ্রেট অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়েরার সর্বোচ্চ ৪৭টি গোলে সম্পৃক্ত থাকার যৌথ রেকর্ডও স্পর্শ করবেন ৩২ বছর বয়সী তারকা। শিরোপা নিশ্চিত করার পর অবশ্য জয়ের পথ থেকে ছিটকে পড়েছে লিভারপুল। গত তিন রাউন্ডে দুটিতে হেরেছে ও একটিতে ড্র করেছে দলটি। রোববার শেষ ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে সালাহ-ফন ডাইকরা।