বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

লুয়ান্ডায় আয়োজিত এই প্রস্তুতি ম্যাচে স্বাগতিক আঙ্গোলাকে ২-০ ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচজুড়ে দাপট কম থাকলেও আর্জেন্টিনা সুযোগ কাজে লাগাতেই জয় নিশ্চিত করে।

লড়াইয়ের ৩২ মিনিটে লাউতারো মার্তিনেজ দলের হয়ে প্রথম গোলটি করেন। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান লিওনেল মেসি। লাউতারোর পাস ধরে নিচু শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন অধিনায়ক। গোলের আগে অফসাইড সন্দেহ উঠলেও টিভি রিপ্লেতে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়নি।

এই ম্যাচটিকে স্কালোনি কাজে লাগান স্কোয়াডে কয়েকজন নতুন মুখ পরীক্ষা করার সুযোগ হিসেবে। আর্জেন্টিনার হয়ে এদিন প্রথমবার মাঠে নামেন কেভিন ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরোনে, জিয়ানলুকা প্রেস্তিয়ানি এবং জোয়াকিন পানিচেল্লি। তাদের অভিষেকও ছিল ম্যাচের আলাদা দৃষ্টান্ত।

দ্বিতীয়ার্ধের শেষদিকে রুল্লির একটি ভুলে বিপদের পরিস্থিতি তৈরি হয়েছিল। বল মুষ্টি দিয়ে ঠেলে দিতে গিয়ে তা কুটি রোমেরোর পিঠে লেগে গোলমুখে ফিরে আসে। তবে দ্রুত প্রতিক্রিয়ায় বলটি হাতে নিয়ে পরিস্থিতি সামলে নেন তিনি।

আঙ্গোলারও ম্যাচে ফিরে আসার সুযোগ ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরুতে লুভুম্বোর জোরালো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। আক্রমণে খুব ধারালো না হলেও আর্জেন্টিনা শেষ পর্যন্ত রক্ষণ শক্ত রাখতেই বেশি মনোযোগী ছিল।

বছরের আন্তর্জাতিক সূচির শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করল আলবিসেলেস্তেরা।