ফর্মের শীর্ষে থাকা স্ট্রাইকার মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে তিবিলিসিতে জর্জিয়াকে ৪–০ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে স্পেন।

শনিবারের এই জয়ে শুধু গ্রুপ ‘ই’-তে নিজেদের আধিপত্যই দেখায়নি লুইস দে লা ফুয়েন্তের দল, পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের টিকিটও তারা প্রায় নিশ্চিত করে ফেলেছে।

পাঁচ ম্যাচে স্পেনের পয়েন্ট এখন সর্বোচ্চ ১৫। তারা এ পর্যন্ত গোল করেছে ১৯টি, একটি গোলও হজম করেনি। সেদিন তুরস্ক বুলগেরিয়াকে ২–০ গোলে হারালেও স্বয়ংক্রিয়ভাবে মূলপর্বে যেতে হলে মঙ্গলবার সেভিয়ায় স্পেনকে ৭–০ গোলে হারাতে হবে—যা বাস্তবে প্রায় অসম্ভব।

জয়ের সঙ্গে স্পেন গড়েছে নতুন রেকর্ডও। টানা ৩০ ম্যাচ অপরাজিত থেকে তারা ছুঁয়ে ফেলেছে জাতীয় দলের ইতিহাসের সেরা ধারা। এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত বিখ্যাত ‘গোল্ডেন জেনারেশন’ ধরে রেখেছিল ২৯ ম্যাচের অপরাজিত রেকর্ড।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্পেন। কারভাহাল, পেদ্রি, রদ্রি ও লামিনে ইয়ামাল না থাকলেও দলের খেলায় কোনো ঘাটতি দেখা যায়নি।

১১ মিনিটে পেনাল্টি থেকে ওয়ারজাবাল প্রথম গোল করেন। এরপর ২২ মিনিটে ফাবিয়ান রুইজের পাস থেকে জুবিমেন্দি ব্যবধান দ্বিগুণ করেন। ৩৫ মিনিটে আলেক্স বাইয়েনার পাস ধরে ওয়ারজাবাল বল বাড়ান ফেরান তোরেসকে, সহজ ট্যাপ-ইনে আসে তৃতীয় গোল।

৬৩ মিনিটে তোরেসের ক্রস থেকে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোল করেন ওয়ারজাবাল, তাতে স্পেন ৪–০ তে এগিয়ে যায়।

স্পেনের হয়ে শেষ আট ম্যাচে এটি ওয়ারজাবালের অষ্টম গোল। এই হারে জর্জিয়া প্লে-অফের সামান্য আশা থেকেও ছিটকে পড়ে।