২৩ বছর পর গত মৌসুমে লিগ শিরোপার স্বাদ পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার ব্যাপারে তেমন কোনো উন্মাদনা বিরাজ করছে না সাদা-কালো শিবিরে। দলবদলেও নেই কোনো দৌড়ঝাপ। ক্লাবটির ভক্তদের জন্য একপ্রকার দুঃসংবাদই বলা যায়। কারণ আগামী মৌসুমে সুলেমান দিয়াবাতেকে পাচ্ছে না।৬ বছরের সম্পর্কের ইতি টেনে কাল ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন দিয়াবাতে। ফেসবুকে নিজের প্রোফাইলে মালির এই ফরোয়ার্ড লেখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ৬ বছরের দীর্ঘ সময় পর এবার বিদায় বলার সময় এসেছে। আল্লাহ যা করেন, ভালোর জন্য করেন। আলহামদুলিল্লাহ।’ মোহামেডানকে লিগ জেতানোর পেছনে বড় অবদান রাখেন দিয়াবাতে। গত মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ গোল করেন তিনি। ৬ বছরে সাদা-কালো জার্সিতে ১২৬ ম্যাচ খেলে ১০৮ গোল ও ৩০ অ্যাসিস্ট আসে তাঁর কাছ। দীর্ঘদিন ধরে সামলেছেন নেতৃত্বের ভারও। মোহামেডানেই থেকে যেতে চেয়েছিলেন এই ফরোয়ার্ড। তাঁর দাবি, ‘আমি নিজের ইচ্ছায় মোহামেডান ছাড়িনি। তারা বলেছে আমাকে তাদের প্রয়োজন নেই।’
দুই মাস আগে এক সাক্ষাৎকারে দিয়াবাতে বলেছেন, ‘তারা (মোহামেডান) আমার সঙ্গে ভালো আচরণ করে, আমাকে সম্মান করে। আমি যেটাই বলি না কেন, তারা তা শোনে এবং সেটাকে গুরুত্ব দেয়। ফুটবলে টাকাই সবকিছু নয়, এখানে সম্মান ও ভালোবাসার ব্যাপার আছে। মোহামেডানের কাছে আমি সবকিছু পেয়েছি। এ কারণে এখানে রয়ে গেছি। পরের মৌসুমে কী হবে, আমি জানি না। সত্যি বলতে আমি থাকব কি না, সেটাও নিশ্চিত নয়। যদি থাকি, শিরোপা ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’ ১২ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের মৌসুম।