ময়মনসিংহে ঝড়-বৃষ্টির পর আলোকস্বপ্লতায় শেষ হতে পারেনি আবাহনী ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল। ঘটনাবহুল সেই ফাইনাল ১৫ মিনিট বাকি থাকতে স্থগিত করা হয়েছিল। সেই ম্যাচের বাকি ১৫ মিনিট খেলা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। এক সপ্তাহে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম তার পুরনো নাম ফিরে পেয়েছে। রফিক উদ্দিন ভূঁইয়া বাদ দিয়ে স্টেডিয়ামের নাম আবার ময়মনসিংহ জেলা স্টেডিয়াম রাখা হয়েছে। নতুন নিয়মের ফেডারেশন কাপ নতুন সব উপহার দিয়েছে। বাফুফে কর্মকর্তাদের অদূরদর্শিতার কারণে ওই দিন ম্যাচটি শেষ হতে পারেনি। স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা নেই বললেই চলে। ঝড়-বৃষ্টির মৌসুমে খেলার সময় নির্ধারণও ঠিক ছিল না। বৃষ্টিতে মাঠে পানি জমলে টেবিল আর দড়ি দিয়ে পানি সরানোর ব্যর্থ চেষ্টা হাসির খোরাক জুগিয়েছিল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। ১৫ মিনিট খেলার পর আলোকস্বপ্লতায় আর ম্যাচ চালানো সম্ভব হয়নি।

যদিও আবাহনী খেলতে চেয়েছিল। বসুন্ধরা কিংস ১০ জনের দল ছিল তখন। আবাহনী তাই ওই টেম্পার ধরে রেখেই ম্যাচটি শেষ করতে চেয়েছিল। রেফারি আলোর স্বপ্লতার কথা বললে কিংস সাথে সাথে স্থগিতের পক্ষে সায় দেন। আবাহনীর অবশ্য কিছু করার ছিল না, রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ১৫ মিনিটের ম্যাচটি। ফলাফল না হলে শেষ পর্যন্ত টাইব্রেকারে নিম্পত্তি হবে ফাইনাল। আবাহনী জিতলে ফিরে পাবে শ্রেষ্ঠত্ব। আর কিংস জিতলে ট্রফি থাকবে তাদের হাতেই। মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস।