ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির জার্সিতে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরিকে দেখা গেছে বেশ কয়েকবার। নাগরিকত্ব বদলের পর বাংলাদেশের ফুটবলপ্রেমীরা যেমন গর্বিত হয়েছেন, তেমনি বহু দর্শকের কৌতূহল জেগেছে এই প্রতিভাবান খেলোয়াড়কে ঘিরে। এবার সেই গর্ব আরও বাড়তে পারে- হামজা চৌধুরিকে দেখা যেতে পারে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্ট, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। গ্রিসের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গিওর্গস সানাকাস জানিয়েছেন, দেশটির ঐতিহ্যবাহী ক্লাব অলিম্পিয়াকোস ২৬ বছর বয়সী এই বাংলাদেশি মিডফিল্ডারকে দলে টানতে চায়। বিউইনস্পোর্ট এফএমকে দেয়া এক সাক্ষাৎকারে সানাকাস বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসরের জন্য দল গোছাতে শুরু করেছে অলিম্পিয়াকোস। একজন বল উইনিং, ডিফেন্সিভ মিডফিল্ডার তারা খুঁজছে। আর সেই তালিকায় শীর্ষে আছে হামজার নাম।’
২০২৩-২৪ মৌসুমে উয়েফা কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন অলিম্পিয়াকোসের কোচ হোসে লুইস ম্যান্ডিলিবার নাকি সরাসরি হামজাকে চেয়েছেন। সানাকাসের ভাষ্যমতে, ‘লেস্টার সিটি হামজাকে দীর্ঘমেয়াদে পরিকল্পনায় রাখছে না এই তথ্য অলিম্পিয়াকোস জেনে গেছে। যদিও হামজার সঙ্গে এখনও দুই বছরের চুক্তি আছে, তবে লেস্টার তাকে ছাড়তে রাজি। অলিম্পিয়াকোস সেই সুযোগ নিতে চায়।’ গ্রিক ফুটবলের সবচেয়ে বড় ক্লাব অলিম্পিয়াকোস। দেশটির লিগে রেকর্ড ৪৮বারের চ্যাম্পিয়ন তারা। গ্রিক কাপ জিতেছে ২৯বার। ২০২৩-২৪ মৌসুমে উয়েফা কনফারেন্স লিগও ঘরে তুলেছে অলিম্পিয়াকোস। যদি এই ট্রান্সফার চূড়ান্ত হয়, তাহলে বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটি অনন্য মাইলফলক যুক্ত হবে। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব আসর চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে খেলতে দেখা যাবে।