বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ বাঁশখালী শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী “জুলাই স্মৃতি” ফুটবল টুর্নামেন্ট -২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
“যুব সমাজকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে কর্মসংস্থান তৈরি করতে যুব সমাজকে প্রস্তুত হতে হবে”
সম্প্রতি বাঁশখালী কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে ঝাঁক জমক আয়োজনের মাধ্যমে উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে “জুলাই স্মৃতি ফুটবল” টুর্নামেন্ট-২৫” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী মা-শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ নাছের, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলা সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবদুর রহিম ছানুবী প্রমুখ।