বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষের পথে? পরিসংখ্যান বলছে, অন্তত কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দৃষ্টিতে এখন খুব একটা গুরুত্বপূর্ণ সদস্য নন ডেনমার্কপ্রবাসী এ মিডফিল্ডার। জাতীয় দলের সর্বশেষ তিন ম্যাচে ২৭০ মিনিটের মধ্যে মাত্র ৭৬ মিনিট মাঠে ছিলেন জামাল, অর্থাৎ বাকি ১৯৪ মিনিটই তাকে কাটাতে হয়েছে বেঞ্চে। এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে ম্যাচে তো শুরু থেকেই একাদশে জায়গা পাননি জামাল। এমনকি এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ হয়নি তার। অথচ তিনি দলের অধিনায়ক! এবিষয়ে প্রশ্নে সিঙ্গাপুর এবং ভুটান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিব্রত হতে হয়েছে জামালকে। জামাল বলেছিলেন, ‘কোচকে জিজ্ঞাস করেন।তিনিই ভালো জানেন। আমাকে কেন প্রশ্ন করছেন।সিঙ্গাপুর ম্যাচের আগের দিনই সংবাদ সম্মেলনে তোলপাড় করে দেওয়া এক প্রশ্ন এসেছিল জামালের উদ্দেশে, ‘আপনি কি কালকের ম্যাচে খেলবেন?’ ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা একজন অভিজ্ঞ ফুটবলারের জন্য এমন প্রশ্ন যে কতটা বিব্রতকর, তা তার উত্তরেই স্পষ্ট, ‘এটা ভালো বলতে পারেন কোচ। আমি জানি না।’ ২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে লাল-সবুজের জার্সি গায়ে জড়ান জামাল। পারফরম্যান্স, নেতৃত্বগুণ এবং ব্যক্তিত্বে হয়ে ওঠেন বাংলাদেশের ফুটবলের পোস্টারবয়। তবে ৩৫ বছর বয়সে এসে আর আগের মতো ধার দেখা যাচ্ছে না। গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু করে এই সময় পর্যন্ত একটি ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলেননি তিনি। ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে একটি অ্যাসিস্টটি এসেছিল তার পা থেকে। কিন্তু সে ম্যাচেও খেলেছেন মাত্র ৪৫ মিনিট।
ফুটবল
জামাল ভূঁইয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষের পথে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষের পথে? পরিসংখ্যান বলছে, অন্তত কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দৃষ্টিতে এখন খুব একটা গুরুত্বপূর্ণ সদস্য নন ডেনমার্কপ্রবাসী এ মিডফিল্ডার।