কার্লো আনচেলত্তি কি রিয়াল মাদ্রিদেই থেকে যাবেন নাকি ব্রাজিলের কোচ হবেন-এ নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। দ্য অ্যাথলেটিক সপ্তাহখানেক আগেই জানায়, জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। কিন্তু কদিন আগে গ্লোবোর খবরে বলা হয়, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আনচেলত্তির আলোচনা ভেস্তে গেছে। কারণ, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আনচেলত্তির ক্লাব ছাড়ার প্রক্রিয়া জটিল করে তুলেছেন। তবে আজ দ্য অ্যাথলেটিক নতুন করে যে খবর দিল, তাতে ব্রাজিল সমর্থকদের খুশি হওয়ার কথা। সংবাদমাধ্যমটির দাবি, আনচেলত্তিকে ছাড়তে রাজি হয়েছে রিয়াল মাদ্রিদ। এ ব্যাপারে দুই পক্ষ মৌখিক সম্মতিতে পৌঁছেছে। সর্বশেষ আলোচনা অনুযায়ী, লা লিগা মৌসুম শেষ হওয়ার আগেই মাদ্রিদ ছাড়তে পারবেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর পরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আনচেলত্তিকে অনেক দিন ধরেই কোচ করে আনার কথা ভাবছে সিবিএফ। কিন্তু কয়েকবার চেষ্টা করেও সফল হয়নি। তবে গত মার্চে দরিভাল জুনিয়রকে ছাঁটাইয়ের পর আনচেলত্তিকে রাজি করাতে নতুন করে আলোচনা শুরু করেছে সিবিএফ। সংস্থাটির সভাপতি এদনালদো রদ্রিগেজ সোজাসাপ্টাই জানিয়ে দিয়েছেন, আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে দেখা তার জন্য স্বপ্ন পূরণের মতো ব্যাপার হবে। সব প্রায় ঠিকঠাক ছিল। কিন্তু সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। আনচেলত্তির সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে রিয়াল মাদ্রিদের। আনচেলত্তি যেহেতু এর এক বছর আগেই চলে যাওয়ার কথা জানিয়েছিলেন, তাই তাঁর চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি ছিল না রিয়াল। আনচেলত্তিও চুক্তি বাতিলের ফি না নিয়ে ব্রাজিলে যেতে চাননি। ইন্টারনেট।