ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। রোমাঞ্চকর পেনাল্টি শুটআউটে ইউরোপীয় দলটি ৬-৫ ব্যবধানে জয় পায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।

সোমবার রাতে দোহায় অ্যাসপায়ার জোনে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল। প্রথমবারের মতো শিরোপার স্বাদ নিতে মরিয়া ছিল পর্তুগাল, বিপরীতে পঞ্চমবারের মতো ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে ব্রাজিল। তবে ভাগ্যের হাসি মিলল পর্তুগালের দিকেই।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নিলেও কোনোটিই জালে জড়ায়নি। বিরতির পরও আক্রমণ অব্যাহত থাকে, কিন্তু গোলের দেখা মেলেনি।

নিয়মিত ৯০ মিনিট গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে—কারণ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময়ের নিয়ম নেই। প্রথম পাঁচ শটে দুই দলই ছিল নিখুঁত। এরপরই বাড়ে উত্তেজনা। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শট মিস করেন, কিন্তু পরে ব্রাজিলের রুয়ান পাবলোর শট পোস্টে লাগিয়ে রক্ষা করেন দলকে।

শেষ পর্যন্ত সাডেন ডেথে পর্তুগাল গোল করে এগিয়ে যায় এবং ব্রাজিলের অ্যাঞ্জেলো বলটি ওপরে তুলে মারেন। এর পরই শুরু হয় পর্তুগালের উদযাপন।

এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২-০ গোলে ইতালিকে হারায়। ফলে আগামী বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রিয়া ও পর্তুগাল। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল খেলবে ইতালির বিপক্ষে।