অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ দলকে ৩-১ গোলে হারিয়েছে মরক্কো। চিলির রানকাগুয়ায় অনুষ্ঠিত গতকালের ম্যাচে যুক্তরাষ্ট্রের একের পর এক আক্রমণ পরাস্ত হয় মরক্কোর জমাটবদ্ধ রক্ষণের কাছে। ডিফেন্স সামলে গোলের সুযোগের যথাযথ ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে চমকে দেয় আফ্রিকার দেশটি। সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ আরেক কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও নরওয়ের মধ্যে বিজয়ী দল। আর শেষ চারের আরেক লড়াইয়ে দেখা যাবে দুই ল্যাটিন আমেরিকার লড়াই।