ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সোমবার টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ইতিহাসের সামনে দাঁড়িয়েছে পর্তুগাল। পুরো ম্যাচে দারুণ লড়াই করেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য। আগামী বৃহস্পতিবার রাতে ইতালির সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে সেলেসাও যুবারা। পরের ম্যাচে একই দিনে শিরোপা নির্ধারণী ম্যাচে নামবে অস্ট্রিয়া ও পর্তুগাল। প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়ার কাছে ২-০ গোলে হার দেখে ইতালিয়ানরা। দোহায় ব্রাজিল-পর্তুগালের ম্যাচটি ছিল উত্তেজনায় পরিপূর্ণ। গোলের দিকে ব্রাজিল শট নেয় ১৪টি ও পর্তুগাল ১২টি। তবে নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। পেনাল্টি শুটআউটে দু’দলই গোল করে প্রথম চারটি। পাঁচ নম্বরটি মিস করে উভয় দলই। শুরু হয় ‘সাডেন ডেথ’। সেখানে নিজেদের দ্বিতীয় শট পর্তুগাল জালে জড়ালে ব্যর্থ হয় ব্রাজিল। তাতেই ফাইনাল নিশ্চিত হয় পর্তুগিজ যুবাদের। পুরো ম্যাচে সাকুল্যে ৭টি হলুদ কার্ড দেখান রেফারি, যার ৪টি পর্তুগালের ও ৩টি ব্রাজিলের। ম্যাচের পর পর্তুগাল কোচ বিনো বলেন, ‘উভয় দলকে অভিনন্দন। ১৭ বছর বয়সী খেলোয়াড়দের জন্য এটি একটি অত্যন্ত ভালো ফুটবল ম্যাচ ছিল। আমার মনে হয়, এটি খুব কঠিন এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল। পেনাল্টি শুটআউটে আমরা বেশি সৌভাগ্যবান ছিলাম এবং সে জন্য আমরা অত্যন্ত আনন্দিত।