স্পোর্টস রিপোর্টার: অধিনায়ক হিসেবে জয় দিয়ে শুরু করেছেন হামজা চৌধুরী। তার নেতৃত্বেই প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে লেস্টার সিটি। গতকাল শুক্রবার অস্ট্রিয়ার ফ্রেইডবুর্গে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ইউক্রেনের ক্লাব এফসি কারপাতি লভিভকে ২-১ গোলে হারিয়েছে লেস্টার। দ্বিতীয়ার্ধে বদলি স্ট্রাইকার প্যাটসন ডাকা করেন জোড়া গোল। ৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল লেস্টার। দ্বিতীয়ার্ধের শুরুতে অসাধারণ ফ্রি-কিকে কারপাতিকে এগিয়ে দেন ইয়ারোস্লাভ কারাবিন। তবে খুব দ্রুতই ম্যাচে ফিরে আসে হামজার দল। তরুণ উইল এলভস ও লুক ইভানসের রচিত আক্রমণ থেকে ফাউল আদায় করেন ইভানস, পেনাল্টি থেকে গোল করেন ডাকা। শেষ দিকে বিলাল এল খান্নুসের নিখুঁত পাসে আবারও গোল করেন ডাকা। প্রথম স্পর্শেই বল পাঠান নিচের কোণে। ম্যাচে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে গড়া লেস্টার একাদশে ছিলেন উইলফ্রেড এনডিডি, হামজা ও ডাকা। তরুণদের মধ্যে খেলেন এলভস, ইভানস, পরে যোগ দেন সিলকো থমাস, ওয়ানিয়া মার্সাল ও বেন নেলসন। হামজা নিজেও একটি দৃষ্টিনন্দন আক্রমণ গড়েছিলেন, বাইরের পায়ে নেওয়া শটে পরীক্ষা নিয়েছিলেন কারপাতির তরুণ গোলকিপার নাজার দমচাককে। ভাঙা পা নিয়ে যেসব রেকর্ড গড়লেন রিশাভ পান্তভাঙা পা নিয়ে যেসব রেকর্ড গড়লেন রিশাভ পান্ত দিনের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে (বাংলাদেশ সময় রাত ৯টা) লেস্টারের প্রতিপক্ষ জার্মান ক্লাব এফসি কোলন।