জামাল ভূঁইয়া-হামজা উদ্বুদ্ধ হয়ে লাল সবুজ জার্সিতে খেলতে বাফুফেতে আবেদন আসছে প্রবাসী ফুটবলারদের। সকল আবেদনকারী ফুটবলারদের তিনদিনের বাছাই ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এ পর্যন্ত ৩৩ ফুটবলারের নাম শোনা গেছে, যারা বিভিন্ন দেশ থেকে ঢাকায় এসে বাছাইয়ে অংশগ্রহণ করবেন। ১০ জুন ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ। এরপরই বাছাইয়ে কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। জানা গেছে, ২৮, ২৯ এবং ৩০ জুন বাছাই হবে। প্রথম দুই দিন কাউকে বাছাই দেখতে দেওয়া হবে না। ক্লোজড ডোর অনুশীলন হবে। অনুশীলনের মধ্যেই বাছাই কাজ করা হবে। বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু, জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা এবং জাতীয় নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারকেও সেখানে রাখা হবে। নির্মোহভাবে কাজ করার অনুরোধ করা হবে। যেন ফাহমিদুলকাণ্ড না ঘটে। কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সেদিকটায় কড়া নজর রাখতে অনুরোধ করা হয়েছে। তিনদিনের বাছাইয়ে আরও কী কী করা যায়, তা নিয়ে পরিকল্পনা করছে বাফুফে।

বাছাইয়ের তৃতীয় দিনে সবার জন্য উন্মুক্ত করার চিন্তা-ভাবনা রয়েছে। জানা গেছে, তৃতীয় দিনে দেশের সব ক্লাবকে আমন্ত্রণ জানানো হবে। ক্লাবের কোচরা থাকতে পারবেন। প্রিমিয়ার লিগের ক্লাব, অন্যান্য ক্লাবের কোচরা থাকতে পারবেন। তার কারণ হচ্ছে প্রথম দুই দিন জাতীয় দল বয়সভিত্তিক দলের জন্য একটা তালিকা তৈরি করা হবে, আর শেষ দিকে কোনো ক্লাব যদি প্রবাসী ফুটবলারদের নিতে চায় সে কারণে সেই সুযোগ থাকবে। যেসব প্রবাসী ফুটবলার পছন্দের তালিকায় থাকবেন তাদের পরবর্তী প্রক্রিয়া শুরু করবে বাফুফে।