বার্সেলোনায় শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদ। তবে জিরোনা সে স্বপ্ন পূরণ হতে দিল না। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোল সত্ত্বেও জয় পায়নি দলটি।

জিরোনার মাঠে রিয়াল হারেনি ঠিকই, কিন্তু জিততেও পারেনি। ১–১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তির দলকে। ফলে লা লিগার শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া করে তারা; শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।

অবনমন অঞ্চলে থাকা জিরোনা (১২ পয়েন্ট) প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায়। আজেদিন উনাহি দারুণ এক শটে স্বাগতিকদের লিড এনে দেন।

এমবাপ্পে একবার জালে বল পাঠালেও রেফারি তা বাতিল করে দেন হাতে বল নিয়ন্ত্রণের অভিযোগে। সেই মুহূর্তের পরপরই পাল্টা আক্রমণে গোল পেয়ে যায় জিরোনা।

দ্বিতীয়ার্ধে রিয়াল আক্রমণের ছন্দ বদলে কিছুটা চাপ তৈরি করে। ডান দিক দিয়ে ভিনিসিয়ুস জুনিয়র কয়েকবার সুযোগ তৈরি করেন। একবার কাছ থেকে জালও খুঁজে পান, কিন্তু তিনি ছিলেন অফসাইডে।

৬৭তম মিনিটে বক্সে হুগো রিনকনের ফাউলে পেনাল্টি পায় রিয়াল, যা ঠান্ডা মাথায় নিচু শটে গোল করেন এমবাপ্পে। তবে ম্যাচের ভাগ্য বদলানোর মতো গোল আর আসেনি। সেই সঙ্গে শীর্ষস্থানেও আর ফেরা হলো না রিয়ালের। এখন তারা লা লিগার দ্বিতীয় স্থানে, এক পয়েন্ট পিছিয়ে বার্সেলোনার থেকে।