সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তিন দলের এ-গ্রুপের শেষ ম্যাচে আজ রোববার স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে লড়বে লাল সবুজে কিশোররা। কলম্বোর রেসকোর্স মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। দীর্ঘদিন পর সাফের কোন আসরে দক্ষিণ এশিয়ার সাতটি দেশই অংশ নিচ্ছে। বয়সভিত্তিক এই আসরে সহজতর গ্রুপেই পড়েছে বাংলাদেশ। এ-গ্রুপে বাংলাদেশ শেষ চার নিশ্চিত করলেও অনিশ্চিত নেপালের। কারণ শ্রীলংকাকে ২-০ গোলে হারালেও হিমালয়ের দেশটি ০-৪ গোলে হেরেছে নাজমুল হুদাদের কাছে। আজ শ্রীলংকা যদি বাংলাদেশকে হারায় তাহলে নেপাল বাদ পড়বে। লাল সবুজদের সঙ্গে সেমিফাইনালে চলে যাবে শ্রীলংকাও। আর স্বাগতিকরা হেরে গেলে নেপালের ভাগ্য খুলবে।
অবশ্য এসব হিসাবে যাচ্ছেন না বাংলাদেশের কোচ গোলাম রব্বানী। ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলতে চান। তার কথা, ‘আমরা জিততেই এসেছি। তাই জয় ছাড়া কিছু ভাবছি না।’ তিনি যোগ করেন, ‘আমরা কলম্বোতে এসেছি টুর্নামেন্টের শিরোপা জিততে। তাই ম্যাচ বাই ম্যাচ জিতে শিরোপার পথে এগিয়ে যেতে চাই।’ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘নেপালকে হারিয়েছি, শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। তাই রোববার জয় ছাড়া কিছুই ভাবছি না আমরা।’ এদিকে চার দলের বি-গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। সোমবার গ্রুপ পর্বে মুখোমুখি হবে প্রতিবেশি এই দুই দেশ।