টানা দুই জয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে সাবিনা-কৃষ্ণারা ৬-৩ গোলে শ্রীলংকাকে হারিয়েছে। জোড়া গোল করেছেন সাবিনা ও কৃষ্ণা। একটি করে গোল সুমাইয়া ও মাসুরা পারভীনের। ম্যাচের প্রথমার্ধের খেলা ২-২ গোলে ড্র ছিল। ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে শুরুতে দুই গোল হজম করে বাংলাদেশ। ১২ মিনিটে ধারার বিপরীতে হজম করে প্রথম গোল। ৯নং জার্সিধারীর জোরালো শট ঝিলির গায়ে লেগে জড়িয়ে যায় জালে। শ্রীলঙ্কা আবারও এগিয়ে যায় ১৬ মিনিটে। সতীর্থের পাসে থেকে অধিনায়ক অসাধারণ শটে ব্যবধান বাড়ান। দুই গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ায়। দু’মিনিট পর বাংলাদেশ ম্যাচে ফেরার সুযোগ পায়। কৃষ্ণার সঙ্গে দুবার বল দেয়া নেয়া করে নিখুঁত শটে গোল করেন সাবিনা। প্রথমার্ধের শেষ মিনিটে বাইলাইনের ওপর থেকে কৃষ্ণার কাটব্যাক থেকে সাবিনা গোল স্কোর লাইন ২-২ করেছেন। বিরতির পরও বাংলাদেশের দাপট অব্যাহত থাকে।

বাংলাদেশ তৃতীয় গোল পায় মাতসুশিমা সুমাইয়ার নৈপুণ্যে। ২৮ মিনিটে সাবিনার কর্নারে সুমাইয়া বাম পায়ের প্লেসিং শটে জাল কাঁপান। ৩৫ মিনিটে সাবিনার পাসে গোলমুখে আলতো টোকায় কৃষ্ণা রানী গোল করেন। ৩৮ মিনিটে সাবিনার বাম প্রান্তের ক্রস গোলকিপার সেভ করলে ফিরতি বলে মাসুরার প্লেসিংয়ে স্কোরলাইন ৫-২ হয়েছে। বাংলাদেশ শেষ মিনিটে ষষ্ঠ গোল পায়। সাবিনার পাসে কৃষ্ণা দারুণ গোল করেন। ম্যাচ শেষ হওয়ার এক সেকেন্ড আগে আবার শ্রীলঙ্কা তৃতীয় গোল করে। বাংলাদেশ আগের তিন ম্যাচে ভারতকে ৩-১ ও নেপালকে ৩-০ গোলে পরাজিত করে এবং ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশের মেয়েরা। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে শুক্রবার। শেষ ম্যাচ মালদ্বীপের বিপক্ষে ২৫ জানুয়ারি।