ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী ২১ মে স্পেনের বিলবাওতে দেখা যাবে প্রিমিয়ার লিগের দুই জায়ান্টের মধ্যকার অল-ইংলিশ ফাইনাল।ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইউনাইটেড স্প্যাম্যানচেস্টার ইউনাইটেডনিশ দল অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে (দুই লেগ মিলিয়ে ৭-১ গোল) হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে, অপরদিকে টটেনহাম নরওয়ের দল বোডো/গ্লিমটকে ২-০ গোলের (দুই লেগ মিলিয়ে ৫–১ অগ্রগামিতা) ব্যবধানে হারিয়েছে। ইউনাইটেড এই প্রতিযোগিতায় আট বছরের মধ্যে দ্বিতীয়বার ইউরোপা লিগ জয়ের লক্ষ্যে রয়েছে।সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে মরিনহোর কোচিংয়ে ইউরোপা লিগ জিতেছিল রেড ডেভিলরা। অন্যদিকে, টটেনহাম ৪১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চায় ইউরোপা লিগ জিতে। লন্ডনের এই ক্লাবটি সর্বশেষ এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছিল ১৯৮৩–৮৪ মৌসুমে, টুর্নামেন্টটি তখন উয়েফা কাপ নামে পরিচিত ছিল। এমনকি দলটি সর্বশেষ ট্রফি জিতেছে ২০০৭–০৮ মৌসুমে। ইন্টারনেট।
ফুটবল
ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ টটেনহাম
ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী ২১ মে স্পেনের বিলবাওতে দেখা যাবে প্রিমিয়ার লিগের দুই জায়ান্টের মধ্যকার অল-ইংলিশ ফাইনাল।ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইউনাইটেড স্প্যাম্যানচেস্টার ইউনাইটেডনিশ দল অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে