এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু’তে ইরানে যেতে অস্বীকৃতি জানানোর কারণে বড় শাস্তির মুখে পড়েছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। এশিয়ান ফুটবল কনফেডারেশন তাদের এশিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে এবং এক লাখ ডলারের বেশি অর্থদণ্ড আরোপ করেছে।এএফসি এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার অনুষ্ঠিত ডিসিপ্লিনারি ও এথিকস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোহনবাগানকে পরবর্তী যে এশিয়ান প্রতিযোগিতার জন্য তারা যোগ্যতা অর্জন করবে, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে সর্বো”চ ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত। এর পাশাপাশি ভারতীয় চ্যাম্পিয়নদের ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া এএফসি ও ইরানের ক্লাব সেপাহান এসসির যে ক্ষতি হয়েছে, তার জন্য আরও ৫০ হাজার ৭২৯ ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। মহাদেশীয় দ্বিতীয় স্তরের এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য যে আর্থিক ভর্তুকি পাওয়ার কথা ছিল, সেটিও আর পাবে না মোহনবাগান।গত সেপ্টেম্বরে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ইরানের ইসফাহানে যাওয়ার কথা ছিল মোহনবাগানের। তবে নিরাপত্তা নিশ্চয়তা এবং চিকিৎসা বিমা কাভারেজ নিয়ে উদ্বেগ দেখিয়ে দলটি ইরানে যেতে অস্বীকৃতি জানায়। এর ফলে তাদের ম্যাচগুলো বাতিল ঘোষণা করে এএফসি এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই তাদের প্রত্যাহার করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মোহনবাগান কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করেছিল। তারা ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানায়। তবে প্রাথমিকভাবে সেই আবেদন খারিজ করে দেয় সিএএস। একজন শীর্ষ মোহনবাগান কর্মকর্তা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, খেলোয়াড়রা মনে করেছে, এমন ঝুঁকি নেওয়া সম্ভব নয় যেখানে তাদের জীবন এবং পরিবারের ভবিষ্যৎ জড়িত। তাই ক্লাব হিসেবে তাদের পাশে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না।