স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের স্মরণে আয়োজিত ‘অধ্যাপক এম এ মান্নান স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট’ শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় মুখোমুখি হয় গাজীপুর জেলা একাদশ ও সিরাজগঞ্জ জেলা একাদশ। খেলায় একমাত্র গোলটি করে ১-০ ব্যবধানে বিজয়ী হয় সিরাজগঞ্জ জেলা একাদশ। জমজমাট এই ম্যাচ উপভোগ করেন শতাধিক ফুটবলপ্রেমী দর্শক।
খেলার উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, শওকত হোসেন সরকার। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, এম মঞ্জুরুল করিম রনি। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খেলাটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতাই নয়, বরং অধ্যাপক মান্নানের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করার এক অনন্য উপলক্ষ হিসেবেও দেখা হয়।